Tuesday, March 25, 2025
রাজ্য​

বিপুল ভোটে এগিয়ে বাবুল, মেজাজ হারালেন মুনমুন

আসানসোল: বেলা বাড়তেই বিজেপির যে ট্রেন্ড দেখা যাচ্ছে, তা সত্যিই চমকপ্রদ। তৃণমূলের ৪২-এ ৪২-এর আশায় কার্যত জল ঢেলে একের পর এক আসনে এগিয়ে যাচ্ছে বিজেপি।

এখনও পর্যন্ত যা ট্রেন্ড তাতে ১৯টি আসনে এগিয়ে যাচ্ছে বিজেপি। আর ২২টি আসনে এগিয়ে তৃণমূল। অন্যদিকে কংগ্রেস ১টি আসনে এগিয়ে রয়েছে।

২০১৪ লোকসভা আসনে সবাইকে চমকে জিতেছিলেন বিজেপির বাবুল সুপ্রিয়ো। হারিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের দোলা সেনকে। এই আসনে অধুনা কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে সাংসদ-অভিনেত্রী মুনমুন সেনকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। সর্বশেষ খবর অনুযায়ী বিপুল ভোটে এগিয়ে রয়েছেন বাবুল সুপ্রিয়ো।


বাবুল সুপ্রিয়ো বলেন, ‘সকালে বেড টি পেয়েছিলেন, তাই গণনা কেন্দ্রে এসেছিলেন মুনমুন সেন।’