মুসলিম যুবককে দেশছাড়া করার হুমকি দিলেন বাবুল সুপ্রিয়
কলকাতা: কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয় সোশ্যাল মিডিয়ায় মুসলিম যুবককে দেশছাড়া করার হুমকি দিলেন। যা নিয়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক। একজন কেন্দ্রীয় মন্ত্রী হয়ে দেশের একজন নাগরিককে কিভাবে দেশছাড়া করার হুমকি দিতে পারেন কিনা, তা নিয়ে প্রশ্ন উঠছে।
জানা যায়, যাদবপুরের সমাবর্তন অনুষ্ঠানের স্টেজে দাঁড়িয়েই নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিলিপি ছিঁড়ে ফেলেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রথম হওয়া দেবস্মিতা চৌধুরী। দেবস্মিতার সর্মথনে তাঁর বাবা-মা জানিয়েছেন, মেয়েকে নিয়ে তাঁরা গর্বিত। এরপরই এক বিজেপি সমর্থক ফেসবুকে দেবস্মিতা চৌধুরীর অভিভাবকদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন।
সেই পোস্টটি শেয়ার করেন বাবুল সুপ্রিয়। বাবুলের পোস্টে জনৈক মুস্তাফিউর রহমান নামে এক মুসলিম যুবক কমেন্ট করেন, বাবুল দা আপনি কতটা শিক্ষিত আর আপনার গুরু কত শিক্ষিত যে, কিনা গরু থেকে সোনা বার করে। এরপরই বাবুল কমেন্টে লেখেন, আগে তোমায় তোমার দেশে ফেরত পাঠাই, তারপর পোস্টকার্ডে জবাব দেব। এরপরই শুরু হয় বিতর্ক।
সিপিএম নেতা শতরূপ ঘোষ বাবুল সুপ্রিয়কে উদ্দেশে করে লেখেন, বাবুল দা, এটাই ওর দেশ। ও এই দেশেই থাকবে। কারও বাবার ক্ষমতা থাকলে ওকে বের করে দেখাক।