Saturday, June 21, 2025
Latestরাজ্য​

কেন্দ্রের মিটিংয়ে তো থাকেন না, বাংলায় জয়েন্টের প্রশ্নপত্র বানানোর চিঠি লিখে পাঠান, আমি নিজে দেখব: বাবুল সুপ্রিয়

কলকাতা: জয়েন্ট এন্ট্রান্স (মেইন) পরীক্ষার প্রশ্নপত্রে গুজরাটি ভাষা ছাড়া অন্যান্য আঞ্চলিক ভাষা কেন ব্রাত্য? প্রতিবাদ জানিয়ে বৃহস্পতিবার এই নিয়ে সাংসদ এবং বিধায়কদের সাথে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠক শেষে মুখ্যমন্ত্রী বলেন, আগামী ১১ নভেম্বর রাজ্য জুড়ে বাংলা এবং অন্যান্য আঞ্চলিক ভাষাতেও জয়েন্ট এন্ট্রান্স মেইন চালু করার দাবিতে কর্মসূচি পালন করা হবে। ভাষা বৈষ্যম্যের প্রতিবাদেই হবে কর্মসূচি। এই মর্মে এদিন কেন্দ্র সরকারের কাছে চিঠিও দিয়েছে রাজ্য সরকার।

এরপরই বিবৃতি জারি করা হয়েছে ন্যাশানাল টেস্টিং এজেন্সি (NTA)-র তরফে। বিবৃতিতে সাফ জানানো হয়েছে, ২০১৩ সালে গুজরাটি ভাষাতে জয়েন্ট এন্ট্রান্স মেইনের প্রশ্নপত্রের দাবিতে আবেদন জানিয়েছিল কেবলমাত্র গুজরাটই। সেই সময় অন্য কোনও রাজ্য আবেদন জানায়নি।

এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রীকে খোঁচা দিতে ছাড়েননি কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। টুইটারে তিনি লিখেছেন, মাননীয়া দিদি, কেন্দ্রের কোনও মিটিংয়ে তো আপনি থাকেনও না, কোনো অফিসারকেও পাঠাননা। তাহলে এই ব্যাপারগুলো আপনি জানবেন কি করে!! নিচের বিজ্ঞপ্তিটা একটু কষ্ট করে দেখুন। আপনি বাংলায় প্রশ্নপত্র বানানোর কোনও উৎসাহ প্রকাশই করেননি। গুজরাট করেছে তাই পেয়েছে।


এবার দয়া করে টুইটগুলি মুছে ফেলে তাড়াতাড়ি বাংলায় জয়েন্ট এন্ট্রান্সের প্রশ্নপত্র বানানোর ‘রিকোয়েস্ট লেটার’-টা লিখে পাঠিয়ে দিন। এটি যাতে সত্বর করানো যায় তা আমি নিজে দেখব। শুধু পলিটিক্স করে বাংলার মানুষের অপূরণীয় ক্ষতি করে চলেছেন আপনি ও আপনার টিএমছি।


বিজেপি নেতা কৈলাশ বিজয়বর্গীয় বলেছেন, দিদি! ভাষার নামেও এবার ভাগাভাগির খেলা শুরু করেছেন। এতে আপনার ভোটে কোনও প্রভাব পড়বে না।