Sunday, September 15, 2024
দেশ

‘বল্লভভাই পটেলের থেকেও উঁচু হওয়া উচিত ভগবান রামের মূর্তি’

লখনউ: গত ৩১ অক্টোবর স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী ও উপ-প্রধানমন্ত্রী লৌহমানব সর্দার বল্লবভাই পটেলের ১৪৩ তম জন্মদিনে তাঁর ১৮২ মিটার উঁচু মূর্তির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিশ্বের উচ্চতম এই মূর্তির নাম দেওয়া হয়েছে ‘স্ট্যাচু অফ ইউনিটি।’ এবার অযোধ্যায় ভগবান রামের মূর্তি উচ্চতা বাড়িয়ে ১৫১ মিটার করতে চায় যোগী সরকার। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের পরিকল্পনাকে সমর্থন জানিয়ে সমাজবাদী পার্টির নেতা আজম খান বলেন, অযোধ্যায় ভগবান রামের মূর্তি অবশ্যই হওয়া উচিত। এবং সেটা যেন সর্দার বল্লবভাই পটেলের মূর্তির থেকেও উঁচু হয়।

সরকারি এবং বেসরকারি অর্থ সাহায্যে প্রস্তাবিত ওই রাম মূর্তিটির উচ্চতা প্রথমে ঠিক হয়েছিল ১০০ মিটার। কিন্তু মুখ্যমন্ত্রী যোগ আদিত্যনাথ এবার তার উচ্চতা আরও কিছুটা বাড়িয়ে দিতে চেয়েছেন। অযোধ্যার মেয়র ঋষিকেশ উপাধ্যায় জানিয়েছেন, রামের মূর্তি নির্মাণ সংক্রান্ত একটি প্রস্তাব পাশ হয়েছে। মাটি পরীক্ষার পর রামের মূর্তি স্থাপনের স্থান চূড়ান্ত করা হবে। তবে তুলসিদাস ঘাটে মূর্তিটি স্থাপনের সম্ভাবনা বেশি।

সূত্রের খবর, যোগী সরকারের পরিকল্পনা ছিল ওই রাম মূর্তির শিলান্যাস করা হবে দীপাবলির আগেই। কিন্তু এই বিষয়ে প্রচলিত রীতি অনুসারে এবং ভিত্তির কাজ শেষ না হওয়ায় ওই প্রস্তাবিত দিন পিছিয়ে দেওয়া হয়েছে। রাজ্যে পর্যটনকে উত্‍সাহিত করতে নতুন অযোধ্যা ও রামের মূর্তি গড়ার জন্য প্রাথমিক ভাবে ব্যয় ১০ বিলিয়ন টাকা ধরা হয়েছিল কিন্তু রাম মূর্তির উচ্চতা বাড়ায় নির্মাণ খরচ আরও বাড়বে।