৬ লাখ ৬ হাজার ৫৬৯ টি প্রদীপ জ্বালিয়ে বিশ্বরেকর্ড গড়ল রামজন্মভূমি অযোধ্যা
অযোধ্যা: দীপাবলি উপলক্ষ্যে আলোয় মালায় সেজে উঠলো পবিত্র রাম জন্মভূমি। শুক্রবার ভূত চতুর্দশীর সন্ধ্যায় ৬ লাখ ৬ হাজার ৫৬৯টি মাটির প্রদীপে সেজে উঠল অযোধ্যা। দীপোৎসবে তৈরি হল নয়া বিশ্বরেকর্ড।
সরযূ নদীর তীরে এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, রাজ্যপাল আনন্দীবেন পটেল। এই দূষণমুক্ত দীপাবলি পালনের জন্য অযোধ্যাবাসীকে ধন্যবাদ জানিয়েছেন যোগী আদিত্যনাথ।
সরযূ নদীর তীরে হাজির হন গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসের প্রতিনিধিরা। আগেকার সব রেকর্ড ভেঙে এবার নতুন রেকর্ড তৈরি হল। নয়া রেকর্ড তৈরির পরই রাজ্যবাসীর উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আগামী বছর পবিত্র রামজন্মভূমিতে এবারের থেকে আরও বেশি সংখ্যক প্রদীপ জ্বালানো হবে।
উল্লেখ্য, এই নিয়ে চার বছর টানা অযোধ্যায় রেকর্ড সংখ্যা প্রদীপ জ্বালিয়ে দীপাবলি পালিত হচ্ছে। আর সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়ের পর অযোধ্যায় রাম মন্দিরের ভূমিপুজো হয়। তারপর এই প্রথম বার দীপ উৎসব হচ্ছে। এদিন উৎসবে উপস্থিত থাকার পাশাপাশি, নির্মাণাধীন রামমন্দির চত্বরও ঘুরে দেখেন যোগী আদিত্যনাথ।


