অযোধ্যা রায়ের আগে রাম মন্দির নির্মাণের জন্য পাথর খোদাইয়ের কাজ বন্ধ রাখল VHP
অযোধ্যা: আগামী ১৭ নভেম্বর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ অবসর নেবেন। অবসরের আগে রায়দান করবেন অযোধ্যা মামলার। ইতিমধ্যেই রায়দানের প্রস্তুতি শুরু করে দিয়েছে কেন্দ্র। রায়দানের পর আপত্তিকর পরিস্থিতি এড়াতে তোড়জোড় শুরু করেছে কেন্দ্র। বিপুল পরিমাণ নিরাপত্তা বাহিনী মোতায়েনের পাশাপাশি তৈরি করা হচ্ছে ৮টি অস্থায়ী জেলখানা।
রায়ের আগে রাম মন্দির নির্মাণের জন্য পাথর ও মার্বেল খোদাইয়ের কাজ বন্ধ রাখল বিশ্ব হিন্দু পরিষদ (VHP)। নয়ের দশকে এই নির্মাণ কার্যশালা তৈরি করে VHP। তার পর থেকে এই প্রথমবার পাথর খোদাইয়ের কাজ বন্ধ রাখল তাঁরা।
VHP মুখপাত্র শরদ শর্মা জানিয়েছেন, আমরা পাথর খোদাইয়ের কাজ বন্ধ রেখেছি। ফের কবে থেকে আবার এই কাজ চালু হবে সেই বিষয়ে রাম জন্মভূমি ন্যায়াস সিদ্ধান্ত নেবে। তবে করসেবকপুরমে মন্দির নির্মাণের জন্য VHP-র চাঁদা তোলার ডেস্ক এখনও আগের মতোই খোলা আছে।
প্রসঙ্গত, রায়দানের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, অযোধ্যা ইস্যুতে আদালত রায় ঘোষণার আগে এবং পরে দেশের সম্প্রীতি রক্ষার দায় এবং দায়িত্ব প্রত্যেকের। নমো বলেন, প্রত্যেককে বিতর্কিত মন্তব্য করা থেকে বিরত থাকতে হবে।