অযোধ্যা মামলার রায় কারও হার-জিত নয়, সম্প্রীতি রক্ষা করতে হবে: মোদী
নয়াদিল্লি: রাত পোহালেই বহু প্রতিক্ষিত অযোধ্যা মামলায় রায় ঘোষণা করবে সুপ্রিম কোর্ট। আগামীকাল, শনিবার সকাল সাড়ে ১০টায় অযোধ্যা মামলার রায়দান করবেন প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ। রায়দানের আগে দেশবাসীকে শান্তিরক্ষার আবেদন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একাধিক টুইটে প্রধানমন্ত্রী লেখেন, অযোধ্যা মামলার রায় যাই হোক না কেন, তাতে কারেও জয় বা পরাজয় হবে না। পাশাপাশি, দেশবাসীর প্রতি প্রধানমন্ত্রীর আবেদন সম্প্রীতি ও একতা বজায় রাখার।
অযোধ্যা মামলার রায়দান প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনটি টুইট করেছেন। প্রথম টুইটে তিনি লিখেছেন, আগামীকাল, শনিবার অযোধ্যা মামলার রায় ঘোষণা করবে আদালত। গত কয়েক মাস ধরে এই মামলার শুনানি চলেছে। সকলেই অধীর আগ্রহে রয়েছেন। এই সময়ে দেশের সকল শ্রেণীর মানুষ যে সমাজের পরিবেশ বজায় রাখতে যে সম্প্রীতি দেখিয়েছেন তা প্রশংসনীয়।
দ্বিতীয় টুইটে প্রধানমন্ত্রী লিখেছেন, সমাজের সকল স্তরের মানুষ আদালতকে সম্মান করেন। সকল সামাজিক এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠান সবসময় দেশের সম্প্রীতি বজায় রাখতে পরিশ্রম করে গিয়েছেন। আদালতের রায় যাই হোক না কেন আমাদের সম্প্রীতি অটুট রাখতেই হবে।
তৃতীয় টুইটে প্রধানমন্ত্রী লিখেছেন, অযোধ্যা নিয়ে সুপ্রিম কোর্ট যাই রায় দিক না কেন, সেটা কারও জিত হবে না কিংবা হার হবে না। দেশবাসীর কাছে আমার আবেদন যেন দেশে শান্তির পরিবেশ বজায় থাকে। দেশের সম্প্রীতির ঐতিহ্য এবং সুনাম যেন অক্ষুণ্ণ থাকে।