রাত পোহালেই অযোধ্যা রায়, উত্তরপ্রদেশে কড়া নিরাপত্তা, বন্ধ সমস্ত স্কুল
অযোধ্যা: রাত পোহালেই বহু প্রতীক্ষিত অযোধ্যা মামলার রায়দান। শনিবার সকাল ১০.৩০ রায় ঘোষণা করবে সুপ্রিম কোর্ট। এই রায়দানকে কেন্দ্র করে একাধিক স্তরীয় নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে অযোধ্যায়। শীর্ষ আদালতের রায়দানকে কেন্দ্র করে পরিস্থিতির দিকে নজর রাখার জন্য নজরদারি চালানো হবে ড্রোনের মাধ্যমে। রায়দানকে কেন্দ্র করে সোমবার পর্যন্ত উত্তরপ্রদেশের সমস্ত স্কুল, কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ কোনওরকম গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন। শান্তি ও সম্প্রীতি রক্ষার আবেদন জানিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যোগী সরকারের তরফে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্যে আইনশৃঙ্খলা রক্ষা এবং মানুষের সুরক্ষা নিশ্চিত করতে বন্ধপরিকর রাজ্য প্রশাসন। আইনশৃঙ্খলা ভাঙার চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
CM Yogi Adityanath on#Ayodhya verdict: It is the responsibility of all to maintain peaceful atmosphere. Administration is determined to ensure safety to everyone. Action will be taken against those who take law in their hands. (File pic) pic.twitter.com/k3TioveTjh
— ANI UP (@ANINewsUP) November 8, 2019
অতিরিক্ত ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ (আইনশৃঙ্খলা) পিভি রামশাস্ত্র বলেন, অযোধ্যায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে, এবং রাজ্যের সমস্ত স্পর্শকাতর জেলায় ভালো ব্যবস্থা করা হয়েছে। সিএপিএফ এবং পিএসির জওয়ান পর্যাপ্ত পরিমাণে মোতায়েন করা হয়েছে। তিনি জানান, গত দুমাস ধরে উন্নতমানের সরঞ্জাম এবং প্রশিক্ষণের মাধ্যমে জওয়ানদের দক্ষতাও বাড়ানো হয়েছে।
রায়দানকে কেন্দ্র করে উত্তরপ্রদেশে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে রাজ্য জুড়ে ১২ হাজার পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে। অযোধ্যায় একাধিক স্তরীয় নিরাপত্তা বলয় থাকছে, সঙ্গে ড্রোনের মাধ্যমে চলবে নজরদারি। ১৬ হাজার স্বেচ্ছাসেবকের সঙ্গে পরিস্থিতির দিকে নজর রাখতে একটি মোবাইল অ্যাপ চালু করেছে অযোধ্যা পুলিশ।