Sunday, June 22, 2025
FEATUREDদেশ

জমির দখল পেল হিন্দুরা, মুসলিমদের জন্য বিকল্প জমির ব্যবস্থা: সুপ্রিম কোর্ট

অযোধ্যা: শনিবার সকাল ১০.৩০-এ অযোধ্যা মামলার রায়দান শুরু সুপ্রিম কোর্ট। সর্বসম্মতিত শীর্ষ আদালতের পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চের রায়ে, বিতর্কিত জমির দখল পেল হিন্দুরা। অন্যদিকে, অযোধ্যাতেই উপযুক্ত ৫ একর জমি দেওয়া হবে মুসলিম পক্ষকে। প্রধান বিচারপতি রঞ্জন গগৈর নেতৃত্বাধীন পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চের অন্যান্য সদস্যরা হলেন, বিচারপতি এসএ বোবদে, বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি অশোক ভূষণ, বিচারপতি এস আব্দুল নাজির।

সুপ্রিম কোর্ট জানিয়েছে, বাবরি মসজিদ ফাঁকা জায়গায় তৈরি হয়নি। আর্কিওলজিক্যাল সার্ভে অউ ইন্ডিয়ার রিপোর্টকে মান্যতা দিয়ে প্রধান বিচারপতি রঞ্জন গগৈ জানিয়েছেন, বিতর্কিত জমিতে একটি স্থাপত্য ছিল, যা ইসলামিক নয়। এএসআইয়ের রিপোর্ট অনুযায়ী, ১২ শতকে মন্দিরের মতো স্থাপত্য ছিল এই জমিতে।

দেশজুড়ে নিরাপত্তার কড়াকড়ির মধ্যে আজ সর্বসম্মত রায়দান করল সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের সাংবিধানিক সাংবিধানিক বেঞ্চ। রায়দানের মধ্যে দিয়েই শেষ হল দীর্ঘদিনের ধর্মীয় এবং রাজনৈতিক অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যুটি। অযোধ্যার জমির অংশ নিয়ে দীর্ঘদিনের আইনি লড়াই, যেখানে ১৬ শতকের বাবরি মসজিদ ছিল, যেটি হিন্দু সংগঠনের কর্মীরা ভেঙে দেন, তাঁদের বিশ্বাস সেই জায়গাটি রামের জন্মভূমি।

শুক্রবার রাতে টুইট করে শান্তি রক্ষার আহ্বান জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নমো লেখেন, অযোধ্যা মামলায় সুপ্রিম কোর্ট যে রায় দেবে তার সঙ্গে হার-জিতের কোনও সম্পর্ক নেই। সম্প্রীতিরক্ষা করা দেশের নাগরিকদের প্রধান কর্তব্য। দেশবাসীর কাছে আবেদন, অযোধ্যা মামলার রায়ের পর আমাদের শান্তি ও সম্প্রীতির ঐতিহ্য যেন বজায় থাকে। অযোধ্যা মামলার পরেও আমাদের সৌর্হাদ্য রক্ষা করতে হবে।