অপরূপ সাজে সেজে উঠল অযোধ্যা নগরী
অযোধ্যা: প্রস্তুতিতে কোনও ফাঁক রাখা হয়নি। রাত পেরোলেই প্ৰধানমন্ত্রী আসছেন, তাঁর জন্য আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা। এদিকে মাথায় রাখতে হচ্ছে করোনা সংক্রমণের বিষয়টিও। তাই মঙ্গলবারও গ্রাউন্ড রিপোর্ট সংগ্রহে করেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যানাথ। এদিকে অতিথিদের আমন্ত্রণপত্রও দেওয়া হয়ে গিয়েছে, সব মিলিয়ে গোটা অযোধ্যায় এখন সাজোসাজো রব।
সনাতনী হিন্দু বিশ্বাস, হলুদ হল শুভ রঙ। তাই যে কোনও পুজোপাঠেই হলুদের বাড়বাড়ন্ত দেখা যায়। অযোধ্যায় যে পথে প্রধানমন্ত্রী যাবেন, তার দুই ধার একেবারে হলুদ রঙে সাজিয়ে তোলা হয়েছে।
উল্লেখ্য, ৫ আগস্ট হিন্দুত্ববাদী নেতাদের কাছে এক বিশেষ। তাঁদের দীর্ঘ লড়াইয়ের পর রাম মন্দিরের কাজ শুরু হচ্ছে এদিন। ৫০০ বছর অপেক্ষার পর এই শুভক্ষণ এসেছে। গেরুয়া শিবির নানা সমস্যার সম্মুখীন হতে হয়েছে এর জন্য। রাম মন্দির যাতে প্রতিষ্ঠা না হয় তার জন্য বিজেপি বিরোধী অন্যান্য রাজনৈতিক দলগুলি বারবার বাধার সৃষ্টি করেছে। যার ফলে ন্যায় বিচার পেতে দেরি হয়েছে। তবে সব বাঁধা পেরিয়ে বুধবার প্ৰধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতেই হচ্ছে রাম মন্দিরের ভূমিপুজো।
রাম মন্দিরের ভূমিতে পাঁচটি গ্রহের চিহ্ন হিসেবে পাঁটটি রূপোয় মোড়া ইট (মোট ৪০ কেজি ওজনের) স্থাপন করা হবে। প্রথম ইটটি স্থাপন করবেন প্রধানমন্ত্রী স্বয়ং। নাগার ঘরাণার বিষ্ণুমন্দিরের ধাঁচেই গড়ে উঠছে রাম মন্দির। আর গর্ভৃগৃহটি হচ্ছে আটটি কোণ বিশিষ্ট।