রামরাজ্যের স্বপ্নকে বাস্তবায়িত করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী: যোগী আদিত্যনাথ
লখনউ: শুক্রবার ভূতচতুর্দশীর সন্ধ্যায় সরযূ নদীর তীরে ৬,০৬,৫৬৯টি মাটির প্রদীপ জ্বালানো হয়। যা রীতিমতো বিশ্বরেকর্ড। দূষণমুক্ত দীপাবলি পালনের লক্ষ্যে লক্ষাধিক প্রদীপ জ্বালানো হয়। যা অতীতের সব রেকর্ডকে টপকে গিনেস বিশ্বরেকর্ডের খাতায় জায়গা করে নিয়েছে।
পবিত্র রামজন্মভূমি অযোধ্যায় তিনদিন ব্যাপী দীপাবলি উপলক্ষ্যে উত্সবের সূচনা করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। শুক্রবারের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল আনন্দবেন পাটিলও।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ২০২১ সালে অযোধ্যায় এবারের চেয়ে আরও বেশি সংখ্যক দিয়া জ্বালানো হবে। গত আগস্টে সুপ্রিম কোর্ট অযোধ্যায় রাম মন্দির নির্মাণের ঐতিহাসিক রায় দিয়েছে। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ভূমিপূজন সম্পন্ন হয়েছে। রামজন্মভূমিতে ৬৭ একর জমির উপর তৈরি হবে বিশ্বের বৃহত্তম এই মন্দির। উচ্চতা হবে ১,১১১ ফুট। এই মন্দিরকে কেন্দ্র করে তৈরি হবে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র। তার আগেই নয়া বিশ্বরেকর্ড গড়ল অযোধ্যা।
সরযূ নদীর তীরে দীপ উৎসবে উপস্থিত থাকার পাশাপাশি, এ দিন রামমন্দির চত্বর ঘুরে দেখেন যোগী আদিত্যনাথ ও আনন্দবেন পাটিল। রামমন্দির প্রসঙ্গে যোগী বলেন, রামরাজ্যের স্বপ্নকে বাস্তবায়িত করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।


