Sunday, June 22, 2025
Latestদেশ

‘অযোধ্যা মামলা’ পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ মামলা: ভাবী প্রধান বিচারপতি বোবদে

নয়াদিল্লি: সুপ্রিম কোর্টের পরবর্তী প্রধান বিচারপতি হিসাবে রঞ্জন গগৈর জায়গায় স্থলাভিষিক্ত হবেন শারদ অরবিন্দ বোবদে। রঞ্জন গগৈর অবসর নেবেন ১৭ নভেম্বর তার একদিন পর অর্থাৎ ১৮ নভেম্বর দেশের ৪৭ তম প্রধান বিচারপতি হিসাবে শপথ গ্রহন করবেন বোবদে। বুধবার এনডিটিভিকে বোবদে বলেন, বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ হল অযোধ্যা মামলা।

প্রসঙ্গত বলে রাখি, শীর্ষ আদালতের যে পাঁচ বিচারপতির বেঞ্চে অযোধ্যা মামলার রায় দেবে, সেই বেঞ্চে রয়েছেন ভাবী প্রধান বিচারপতি বোবদেও। বর্তমান প্রধান বিচারপতি রঞ্জন গগৈ ১৭ নভেম্বর অবসর নেবেন, ওইদিনই অযোধ্যা মামলার রায় ঘোষণা হবে বলে মনে করা হচ্ছে। এই মামলা তাঁর ক্যারিয়ারের একটি মাইলফলক হবে কিনা, সেই প্রশ্নের উত্তরে বোবদে বলেন, অযোধ্যা মামলা নিশ্চিতভাবেই গুরুত্বপূর্ণ। এটা বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ মামলা।


রাজনৈতিকভাবে স্পর্শকাতর এই মামলাটি বিগত কয়েক দশক ধরে আদালতে পড়ে রয়েছে। ২ দশমিক ৭৭ একর জমি নিয়ে বিতর্ক রয়েছে। জমির মালিকানার দাবি জানিয়েছে হিন্দু-মুসলিম দুই সম্প্রদায়। ১৯৯২ সালে ৬ ডিসেম্বর বারবি মসজিদ গুঁড়িয়ে দেয়  হিন্দুত্ববাদীরা, ঁতাদের বিশ্বাস, ভগবান রামচন্দ্রের জন্মভূমিতে এই মসজিদ তৈরি করা হয়েছে। সেই হিংসার ঘটনায় দেশজুড়ে ৩০০-রও বেশী মানুষের মৃত্যু হয়।

২০১০ সালে এলাহাবাদ হাইকোর্ট রায় দেয়, বিতর্কিত জমির দুই-তৃতীয়াংশ হিন্দুদের এবং এক-তৃতীয়াংশ সুন্নি ওয়াকফ বোর্ডের। তবে হিন্দু-মুসলিমদের দু’পক্ষই এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করে। চলতি বছরের শুরুর দিকে, মধ্যস্থতার মাধ্যমে মামলাটি সমাধানের চেষ্টা করে সুপ্রিম কোর্ট। একটি কমিটি গঠন করা হয়। তবে মধ্যস্থতার মাধ্যমে নিষ্পত্তির চেষ্টাও ব্যর্থ হয়। ৬ আগস্ট অযোধ্যা মামলার দৈনিক শুনানি শুরু করে সুপ্রিম কোর্ট এবং ৪০ দিন ধরে চলে দৈনিক শুনানি।