অযোধ্যা মামলার দৈনিক শুনানি শেষ হচ্ছে বুধবার: প্রধান বিচারপতি
নয়াদিল্লি: সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ জানালেন, বিতর্কিত রাম জন্মভূমি-বাবরি মসজিদের জমি সংক্রান্ত মামলার দৈনিক শুনানি শেষ হচ্ছে বুধবার। যার ফলে খুব শ্রীঘ্রই অযোধ্যা মামলায় রায়দান হবে বলে মনে করা হচ্ছে। নিরাপত্তার স্বার্থে অযোধ্যায় জারি করা হয় ১৪৪ ধারা, যার জেরে সেখানে চার বা ততোধিক ব্যক্তির জমায়েত নিষিদ্ধ করা হয়েছে।
সুপ্রিম কোর্টে অযোধ্যা মামলার দৈনিক শুনানি শেষ হওয়ার কথা ছিল আগামী ১৭ অক্টোম্বর। তবে ১৭ নভেম্বর প্রধান বিচারপতির রঞ্জন গগৈয়ের মেয়াদ শেষ হওয়ার আগেই অযোধ্যা মামলার বিষয়ে একটি সিদ্ধান্তে পৌঁছতে চাইছে বলে আশা করা হচ্ছে।
এক সপ্তাহব্যাপী দশেরা ছুটি থাকার পরে সোমবার থেকে ফের সুপ্রিম কোর্টে এই মামলার ৩৮ তম দিনের শুনানি শুরু করে শীর্ষ আদালত। প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বে পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চে এই মামলার শুনানি চলছে। ২০১০ সালে এলাহাবাদ হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ১৪টি আপিল করা হয় শীর্ষ আদালতে।
জেলা ম্যাজিস্ট্রেট অনুজ কুমার ঝা জানিয়েছেন, অযোধ্যা জমি মামলার রায় প্রত্যাশায় ১০ ডিসেম্বর পর্যন্ত জেলায় জেলায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। আসন্ন উৎসবগুলি বিবেচনায় করেই ওই ১৪৪ ধারা জারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমনকি দীপাবলির সময় ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়া বাজি কেনার উপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে নির্ধারিত কয়েকটি জায়গায় বাজির দোকান বসবে বলে জানানো হয়েছে।