Monday, June 16, 2025
Latestদেশ

অযোধ্যা রায় পুনর্বিবেচনার আবেদন করল জামিয়ত উলেমা-ই-হিন্দ

লখনউ: সুপ্রিম কোর্টের রাম জন্মভূমি-বাবরি মসজিদ মামলার রায়ের বিরুদ্ধে রিভিউ পিটিশন দাখিল করল মুসলিম সংগঠন  জামিয়ত উলেমা-ই-হিন্দ। শীর্ষ আদালতে সোমবার সংগঠনটির আবেদনটি জমা পড়েছে বলে জানা গেছে।

আবেদনে জমিয়ত উলেমার প্রধান আরশাদ মাদানি বলেছেন, ভারতের বেশিরভাগ মুসলিম ভেঙে ফেলা বাবরি মসজিদের জমি রাম মন্দির নির্মাণের জন্য দেওয়ার রায়ে নাখোশ। নভেম্বরের শুরুতে সুপ্রিম কোর্ট রাম জন্মভূমি-বাবরি মসজিদ মামলার রায়ে বিতর্কিত ২.৭৭ একর জমি রাম মন্দির নির্মাণ জন্য দিয়েছে। অন্যদিকে, অযোধ্যার অন্য কোথাও মসজিদ নির্মাণে মুসলিমদের পাঁচ একর জমি দেওয়ার আদেশ দিয়েছে।

মামলার অন্যতম বিবাদী সুন্নি ওয়াকফ বোর্ড ওই রায় মেনে নিয়ে রায় পুনর্বিবেচনার আবেদন করা হবে না বলে জানালেও জমিয়ত উলেমা-ই-হিন্দ ও অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড সে পথে না হাঁটার সিদ্ধান্ত নিলো।

জমিয়ত উলেমা-ই-হিন্দ বলেছে, বিচার ব্যবস্থার প্রতি আমাদের আস্থা আছে। আমরা চাইছি এর সুবিচার হোক। আমরা আদালতের রায়ে খুশি নই, এটা খুব পরিষ্কার কথা। বাবরি মসজিদের তথ্যভিত্তিক কোনও বিচার হয়নি, আবেগের ভিত্তিতে রায় হয়েছে।

এর আগে আরশাদ মাদানি বলেছিলেন, আমরা জানি যে আমাদের পিটিশন ১০০ শতাংশ খারিজ হবে, তবুও আমরা আবেদন করব। এটা আমাদের অধিকার।