অযোধ্যা মামলার রায় ঘোষণা সামনেই, শান্তিরক্ষার আহ্বান হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের
লখনউ: অযোধ্যা মামলায় রায় ঘোষণার দিন এগিয়ে আসছে। রায়দানের আগে, শান্তি বজায় রাখার আহ্বান জানালেন হিন্দু-মুসলিম উভয়পক্ষের ধর্মীয় সংগঠনের নেতারা। শুক্রবার নমাজের আগে, সাধারণ মানুষের কাছে শান্তিরক্ষার আহ্বান জানালেন উত্তরপ্রদেশের শীর্ষস্তরের মুসলিম ধর্মগুরুরা।
অল ইন্ডিয়া মুসলিম পার্সোনেল ল বোর্ডের সদস্য খালিদ রশিদ ফিরাঙ্গি মহালি হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষদের শান্তিরক্ষার এই আহ্বান জানান। তিনি বলেন, সুপ্রিম কোর্ট যাই রায় দিক না কেন, তাকে সম্মান জানাতে হবে। কোনও উদযাপন বা প্রকাশ্য বিরোধিতা হবে না। অন্য সম্প্রদায়ের মানুষকে আঘাত করার মতো কিছু করা যাবে না। যে কোনও মূল্যে আমাদের শান্তিরক্ষা করতে হবে।
খালিদ রশিদ ফিরাঙ্গি মহালি বলেন, গঙ্গা-যমুনা তেজাবের একসঙ্গে থাকার যে সাম্প্রদায়িক ঐক্য, তাকে কোনও ভাবেই নষ্ট হতে দেওয়া যাবে না।
ফিরাঙ্গি মহালির এই আহ্বানের একদিন আগেই, রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘও শান্তি বজায় রাখার আহ্বান জানায়। আরএসএস তাদের টুইটারে লেখে, রায় যাই হোক, খোলা মনে সেই রায় সবার মেনে নেওয়া উচিৎ। রায় ঘোষণার পর, সবার দায়িত্ব, দেশের অবস্থা যেন ঠিক থাকে, তা পালন করা।
উত্তরপ্রদেশ পুলিশের তরফে বলা হয়েছে, অযোধ্যায় গ্রামস্তরেও সভা করা হয়েছে তাদের তরফে। রাজ্যের বিভিন্ন জায়গায় হিন্দু-মুসলিম উভয়সম্প্রদায়ের মানুষের সঙ্গে বৈঠক করে শান্তি বজায় রাখার আহ্বান জানানো হয়েছে।