Tuesday, November 18, 2025
দেশ

অযোধ্যা বিমানবন্দরের নাম বদলে ‘মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম’ করছে যোগী সরকার

অযোধ্যা: যোগী রাজ্যে নাম বদলের খেলা অব্যাহত। এবার অযোধ্যা বিমানবন্দরের নাম বদলের সিদ্ধান্ত নিতে চলেছে যোগী আদিত্যনাথে মন্ত্রিসভা। রাজ্য সরকারের তরফে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, অযোধ্যা বিমানবন্দরের নতুন নামকরণ করা হচ্ছে মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম বিমানবন্দর।

মঙ্গলবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাব অনুমোদিত হয়। তারপর রাজ্য সরকারের তরফে বিবৃতিতে বলা হয়েছে, রাজ্য সরকার অযোধ্যার উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। অযোধ্যাকে বিশ্বমানের ধর্মীয় পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে।

অযোধ্যা বিমানবন্দর হবে আন্তর্জাতিক মানের। ২০২১ সালের মধ্যেই সেটা করা হবে। রাম মন্দির তৈরি হয়ে গেলে দেশ ও বিদেশের বহু পর্যটক অযোধ্যায় আসবেন। তাই বিমান বন্দরও আন্তর্জাতিক মানের তৈরি করা হবে।

রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী কেশবপ্রসাদ মৌর্য টুইটে বলেন, মন্ত্রিসভায় অযোধ্যা বিমানবন্দরের নাম বদলে মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রীরাম বিমানবন্দর করার প্রস্তাব মঞ্জুর করা হয়েছে। রাজ্য বিধানসভাতে এই প্রস্তাব পাশ করানো হবে। এরপর তা পাঠানো হবে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকে। যোগী সরকার শ্রীরাম লালার শহর অযোধ্যাকে বিশ্বমানের ধর্মীয় স্থান হিসেবে গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।

সঙ্গত, অযোধ্যায় তৈরি হচ্ছে বিশ্বের বৃহত্তম রাম মন্দির। সবমিলিয়ে অযোধ্যাকে ‘রামনগরী’ হিসেবে গড়ে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে যোগী সরকার। সেই প্রচেষ্টাকে আরও একধাপ এগিয়ে নিতে অযোধ্যা বিমানবন্দরের নাম বদলে ‘মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম এয়ারপোর্ট’ করার প্রস্তাবে সায় দিল যোগী আদিত্যনাথে মন্ত্রিসভা।