Thursday, April 25, 2024
কলকাতা

শান্তনু ঘনিষ্ঠ প্রোমোটারের অফিস থেকে উদ্ধার ৪০০ OMR শিট, গ্রেফতার অয়ন শীল

কলকাতা ট্রিবিউন ডেস্ক: বহিষ্কৃত তৃণমূল নেতা শান্তনু ঘনিষ্ঠ প্রোমোটার অয়ন শীলের অফিসে রাতভর তল্লাশি চালালো ইডি। জানা গেছে, অয়নের সল্টলেকের অফিস থেকে প্রায় ৪০০টি OMR শিট উদ্ধার করেছে ইডি। এরপরেই অয়নকে গ্রেফতার করলো ইডি। কিভাবে এই বিপুল পরিমাণ ওএমআর শিট তার কাছে এল? তা জানতে অয়নকে জেরা করছে ইডি।

অয়নের মা, বাবাকেও জেরা করেছে ইডি। অয়নের বাড়িতেও তল্লাশি চালায় ইডি। অয়নের বাড়ি থেকে বেশ কিছু ফাইল উদ্ধার করেছে ইডি।

ইডি সূত্রে খবর, অয়নের অফিস থেকে চাকরি প্রার্থীদের নামের তালিকা, অ্যাডমিট কার্ড-সহ একাধিক নথি উদ্ধার করা হয়েছে। ইডি আধিকারিকরা খতিয়ে দেখছেন অয়নের কাছে চাকরীপ্রার্থীরা চাকরি পেয়েছেন কিনা।

প্রোমোটার অয়ন একসময় কম্পিউটার সারানোর কাজ করতেন। শান্তনুর সুপারিশে জেলার এক বিডিও অফিসে অস্থায়ী কর্মী হিসেবেও নিযুক্ত হয়েছিলেন অয়ন। ২০১৯ সালে প্রাথমিকে চাকরি বিক্রির অভিযোগে অয়নের বিরুদ্ধে চুঁচুড়া থানায় অভিযোগ জানিয়েছিলেন এক মহিলা।

টলিউডে বিনিয়োগও করেছিলেন তিনি। পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘কাবাড্ডি কাবাড্ডি’ ছবির প্রযোজনা করেছেন অয়ন। যদিও এই ছবির শ্যুটিং শেষ হয়নি।