‘বিশ্বাসই আমাদের বন্ধুত্বের ভিত’, ভারতকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর
ক্যানবেরা: রাত পোহালেই ভারতের ৭৪ তম স্বাধীনতা দিবস (Independence Day)। তবে করোনা আবহে এবার দেশবাসীর আনন্দে যেন কিছুটা ভাঁটা পড়েছে। তবুও স্বাস্থ্য বিধি মেনে প্রতি বছরের মতো এবারও গোটা দেশে সাজ সাজ রব। কিন্তু এবারের স্বাধীনতা দিবসে জমায়েত করে জন গণ মন গাওয়ার সুযোগ নেই।
এবার স্বাধীনতা দিবসের উদযাপন হবে ভার্চুয়াল। অর্থাৎ, মোবাইলের স্ক্রিনে চোখ রেখেই দেশের প্রতি শ্রদ্ধা জানাতে হবে দেশবাসীকে। সরাসরি জাতীয় পতাকার নিচে এবার জমায়েত হওয়া যাবে না। এক দিন আগেই ভারতকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানালেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন (Australian PM Scott Morrison)।
তিনি বলেন, প্রত্যেক ভারতবাসীকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে যে সম্পর্ক রয়েছে তা অত্যন্ত দৃঢ় এবং স্বচ্ছ। বিশ্বাসই আমাদের বন্ধুত্বের ভিত। স্কট মরিসন আরও বলেন, ভারত এবং অস্ট্রেলিয়ার বন্ধুত্বের উদ্দেশ্য একই। স্বাস্থ্য, সামাজিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতি করাই মূল লক্ষ্য এই করোনা পরিস্থিতির মধ্যে।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বলেন, কূটনীতি এবং বাণিজ্যের প্রয়োজন ছাড়াও ভারত এবং অস্ট্রেলিয়ার বন্ধুত্ব অনেক বেশি গুরুত্বপূর্ণ। দু’দেশের বন্ধুত্বের ভিত সম্মান এবং বিশ্বাসের উপর দাঁড়িয়ে রয়েছে। ভারতের প্রশংসা করে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী আরও বলেন, পরিযায়ীদের জন্য সবচেয়ে বড় জায়গা হল ভারত। বিশ্বের সবচেয়ে সফল বহু সংস্কৃতির রাষ্ট্র হতে অস্ট্রেলিয়াকে সাহায্য করেছে ভারত।


