Tuesday, March 25, 2025
Latestআন্তর্জাতিক

মোদীকে অভ্যর্থনা হিউস্টনে, মার্কিন মুলুকে পা রেখেই মন জয় করে নিলেন, দেখুন ভিডিওতে

হিউস্টন: হিউস্টনে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁকে সাদরে অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন বাণিজ্য এবং আন্তর্জাতিক বিষয়ক মার্কিন আধিকারিক ক্রিস্টোফার ওসলান, ভারতে নিযুক্ত মার্কিন দূত কেনেথ জাস্টার-সহ একাধিক ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি এবং মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারী ভারতীয়রা। ‘হাউডি মোদী’ অনুষ্ঠানে যোগ দিতে শনিবার রাতেই হিউস্টনে পৌঁছে যান মোদী।

মার্কিন মুলুকে পা রেখেই সোশ্যাল মিডিয়ায় প্রশংসার বন্যায় ভাসলেন মোদী। বিমান থেকে নামার পর তাঁকে ফুল দিয়ে স্বাগত জানানো হয়। সে সময় ফুলের তোড়া থেকে একটি টুকরো নীচে পড়ে যায়। তৎক্ষণাৎ সব প্রোটোকল ভেঙে মোদী ঝুঁকে মাটি থেকে কুড়িয়ে নিয়ে নিরাপত্তারক্ষীর হাতে তুলে দেন। মোদীর এমন আচরণে মুগ্ধ নেটিজেনরা।


আজ রবিবার হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে হবে ‘হাউডি মোদী’ অনুষ্ঠান। এদিন মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারী বহু ভারতীয় মানুষ এদিন পোস্ট ওক হোটেলর সামনে এসে জমায়েত হয়েছেন। এই হোটেলেই এসে উঠেছেন মোদী। শহরে পা রাখার পরেই বহু মানুষকে দেখা গিয়েছিল ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পতাকা আন্দোলিত করে মোদীকে স্বাগত জানাতে।

হিউস্টনে পৌঁছেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইটারে লিখেছেন, হাউডি হিউস্টন, এখানে এখন উজ্জ্বল এক বিকাল। বিপুল কর্মশক্তিপূর্ণ এই শহরে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানের জন্য অপেক্ষা করছি।