Tuesday, March 25, 2025
আন্তর্জাতিক

পাকিস্তান কোনও সভ্য দেশ নয়: বালুচিস্তান

জেনেভা: কাশ্মীর ইস্যুতে নিয়ে জেনেভায় রাষ্ট্রপুঞ্জের বৈঠকে ভারতকে কোণঠাসা করার চেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তান। কিন্তু এবার নিজের দেশেই অস্বস্তিতে পড়ল ইমরান খানের সরকার। পাকিস্তানকেই পাল্টা কোণঠাসা করার চেষ্টা করল বালুচিস্তানের আন্দোলনকারীরা। বালুচিস্তানে পাক সেনার নৃশংস আচরণের কথা তুলে ধরলেন তাঁরা। রাষ্ট্রপুঞ্জের বৈঠকের বাইরে হাতে ব্যানার নিয়ে দেখা গেল ‘দ্য বালুচ হিউম্যান রাইটস কাউন্সিল অ্যান্ড পাশতুনস’-এর কর্মীদের। উদ্দেশ্য পাক আগ্রাসনের বিরুদ্ধে সকলের দৃষ্টি আকর্ষণ করা। তাঁদের বক্তব্য, কাশ্মীর নিয়ে পাকিস্তান যে ভারতের উপর এত আক্রমণ শাণাচ্ছে, গিলগিট-বালটিস্তান ও বালুচিস্তানের ওপর তারা নিজেরা কী করছে?

গিলগিট-বালটিস্তান ও বালুচিস্তানের আন্দোলনকারীরা এই দুই অঞ্চলে পাক সরকার ও সেনার কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তুলেছেন।তাঁদের বক্তব্য, কাশ্মীরিদের অধিকার নিয়ে বলার কোনও যোগ্যতা পাকিস্তানের নেই। তারা বালুচিস্তানের মানুষদের উপর কী ধরণের অত্যাচার করেছে, সেটা কি তারা ভুলে গেছে? বালুচিস্তান ও সিন্ধ অঞ্চলের মানুষের স্বাধীনতা চায়।

বালুচ আন্দোলনের পুরোধা রাজ্জাক বালুচ বলেন, পাকিস্তান কোনও সভ্য দেশ নয়। বিশেষ করে বালুচিস্তান, সিন্ধ ও পাক-অধিকৃত কাশ্মীরে যে ধরনের নৃশংসতা ওরা দেখিয়েছে তারপর কাশ্মীরিদের নিয়ে কথা বলার সময় ওদের লজ্জিত হওয়া উচিত।

রাষ্ট্রপুঞ্জের দফতরের বাইরে তাঁরা তাঁবু খাটিয়েছেন। সেখান থেকে চিৎকার করে পাকিস্তানের বিরুদ্ধে স্লোগান দিতে দেখা যায় তাঁদের। রাজ্জাক বালুচ বলেন, পাক সেনা দখল করে রেখেছে তাঁদের দেশ। বালুচিস্তানের মানুষ স্বাধীনতা চান।

বালুচিস্তান আন্দোলনের মুখ নবি বক্স বালোচ বলেন, পাকিস্তানের পায়ের ছাপ যতদিন তাঁদের দেশে পড়বে সেখানে শান্তি আসবে না। নবি বক্সের দাবি, পাক বিদেশমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি কখনওই বালুচিস্তানের উপরে পাক সেনার নৃশংসতার বিষয়টি নিয়ে প্রকাশ্যে কিছু বলবেন না। পাক সেনার নৃশংসতার কথা সকলের সামনে জানাতেই তাঁরা এখানে এসেছেন‌ বলে জানান তিনি।