কর্তব্যরত অবস্থায় ভোটকর্মীর মৃত্যু হলে ১০ লাখ, আহতরা পাবেন ৫ লাখ: নির্বাচন কমিশন
নয়াদিল্লি: রাত পোহালেই প্রথম দফার লোকসভা নির্বাচন। ভোটের দিন সবচেয়ে বেশি দায়িত্ব নিতে হয় ভোটকর্মীদের। পুরো ভোট পর্ব সামলান ভোটকর্মীরা। তাঁরাই সব থেকে বড় ভরসা।
নির্বাচন কমিশন আরও জানিয়েছে, মোবাইল নিয়ে বুথে ঢোকা যাবে না। ভোট করাতে গিয়ে কর্তব্যরত অবস্থায় যদি কোনও ভোটকর্মীর মৃত্যু হয় নিয়ম অনুসারে তাঁর পরিবারকে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। আর ভোট চলাকালীন যদি কোনও কর্মী আহত হন তাহলে তাঁকে দেওয়া হবে ৫ লাখ টাকা।
নির্বাচন কমিশন জানিয়েছে, এবারের লোকসভা ভোটে ভোটকর্মীদের নিরাপত্তার সর্বোচ্চ ব্যবস্থা করবে। সমস্ত বুথে যথাযথ নিরাপত্তার ব্যবস্থা করা হবে।
ভোটগ্রহণ ও নিরাপত্তা ব্যবস্থার পুরো তদারকি করবে নির্বাচন কমিশন। ফলে ভোটকর্মীদের নিরাপত্তা নিয়ে কোনও সমস্যা হবে না।