বারবার বেলুড় মঠে আসতে ইচ্ছে করে: মোদী
কলকাতা: মাধ্যমিক পাশ করেই সাধু হবেন বলে বাড়ি ছেড়ে বেলুড় মঠে চলে আসেন নরেন্দ্র মোদী। সংসারের বাঁধনে তাঁর মন বাঁধতে চায় না। তবে তাঁকে ফিরিয়ে দেন মিশনের তৎকালীন অধ্যক্ষ স্বামী মাধবানন্দ। মহারাজ তাঁকে বলেছিলেন, এতটুকু ছেলে সন্ন্যাসী হবে, যাও বাড়ি ফিরে পড়াশোনা করো।
মহারাজের কথায় ফিরে গেলেও কৈশোর থেকে বয়ঃসন্ধি এক অদম্য নেশায় মঠ-মিশনের দোরে দোরে ঘুরে বেড়ালো তাঁর অবাধ্য মন। সত্তরের দশক শেষে সাক্ষাৎ গুরুজির সঙ্গে। গুরুজি তখন তাঁকে বলেছিল, এই পথ তোর জন্য নয়। তুই দেশের সেবা করবি।
সেদিনের সেই যুবকই আজ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তাঁর গুরুজি রামকৃষ্ণ মঠ ও মিশনের পঞ্চদশ অধ্যক্ষ স্বামী আত্মস্থানন্দ। দু’দিনের সফরে কলকাতা এসে শনিবার রাতে বেলুড় মঠেই রাত কাটান মোদী।
The thoughts of Sri Ramakrishna emphasise on furthering harmony and compassion. He believed that a great way to serve God is to serve people, especially the poor and downtrodden.
At the Belur Math this morning, I paid tributes to Sri Ramakrishna. pic.twitter.com/Es9vPSH80q
— Narendra Modi (@narendramodi) January 12, 2020
প্রধানমন্ত্রী বলেন, রামকৃষ্ণ মিশন ও মঠের প্রতি আমি বরাবরই খুব সংবেদনশীল। রাজনীতির সঙ্গে কোনও সম্পর্ক নেই। আত্মার টানেই বারবার বেলুড় মঠে ছুটে আসতে ইচ্ছে করে তাঁর।
শনিবার রাজভবনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাতের পর জলপথে বেলুড় মঠে যান মোদী। রাত্রিবাস করেন সেখানে। রবিবার সকালে মূল মন্দিরে ও স্বামী বিবেকানন্দের ঘরে কিছুটা সময় কাটান নমো। তারপরেই যোগ দেন জাতীয় যুব দিবসের অনুষ্ঠানে।