Monday, March 24, 2025
আন্তর্জাতিক

করুণ অবস্থা পাকিস্তানের অর্থনীতির, পেট্রোলের চেয়েও দামি দুধ, প্রতি লিটার ১৪০ টাকা

ইসলামাবাদ: বর্তমানে আর্থিক সংকট চরমে পাকিস্তানের। যোগানের চেয়ে চাহিদার পরিমাণ অনেক বেশি হওয়ার জেরে জ্বালানি পেট্রোলের থেকেও এক লিটার দুধের দাম বেশি ৷ এই করুণ দশা এখন গোটা পাকিস্তান জুড়ে প্রকট ৷ মহরমের দিন সিন্ধপ্রদেশ এবং করাচি সহ পাকিস্তানের বেশ কিছু গুরুত্বপূর্ণ শহরে এক লিটার দুধ দাম ১৪০ টাকা ৷ যদিও দাম স্বাভাবিক সরকারের কমিশন দুধের দাম ৯৪ টাকা লিটারে বেঁধে দিয়েছে। কিন্তু তাতেও কাজের কাজ কিছুই হয়নি।

পাকিস্তানি টাকায় দু’দিন আগে পেট্রলের দাম ছিল প্রতি লিটার ১১৩ টাকা এবং ডিজেলের দাম ছিল ৯১ টাকা লিটার পিছু। করাচির এক দোকানদার জানিয়েছেন, হঠাত্‍ করেই দুধের চাহিদা বেড়ে যাওয়ার ফলে লিটার প্রতি ১২০ থেকে ১৪০ টাকায় বিক্রি হচ্ছে।

করাচির কমিশনার ইফতিকার শালওয়ানি, তাঁর ওপরেই দুধের দাম নিয়ন্ত্রণ রাখার দায়িত্ব রয়েছে। তবে সম্ভবত তিনি কোনও  পদক্ষেপই গ্রহণ করেননি দুধের দাম কমানোর জন্যে। যদিও কমিশনারের দফতর থেকে বেঁধে দেওয়া সরকারি দুধের দর লিটার প্রতি ৯৪ টাকা।

প্রসঙ্গত, ৩৭০ ধারা বিলোপের পর ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কে ছেদ করেছে পাকিস্তান। দু’দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্যও বন্ধ। কূটনেতিক স্তরে ভারতের সঙ্গে পাক সরকার সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্তে নাজেহাল সেখানকার সাধারণ মানুষ। চরম সংকটের মুখে পাকিস্তানের অর্থনীতি। জীবনদায়ী ওষুধের জন্যও হাহাকার সর্বত্র। বাধ্য হয়েই সম্প্রতি ভারত থেকে জীবনদায়ী ওষুধ আমদানিতে সম্মতি দিয়েছে ইমরান সরকার।