পাকিস্তানের সেনা কনভয়ে আত্মঘাতী হামলা, ক্রমশ বাড়ছে মৃতের সংখ্যা
ইসলামাবাদ: বালুচিস্তানের কাছে পাকিস্তানি সেনা কনভয়ে সন্ত্রাসবাদী হানায় অন্তত ৯ জন পাক সেনা নিহত হয়েছেন। গুরুতর আহত ১১ জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারনা করে হচ্ছে।
দ্য বালোচিস্তান পোস্টের প্রতিবেদন অনুযায়ী, তুরবৎ ও পাঞ্জগুর অঞ্চলের মধ্যবর্তী স্থানে আত্মঘাতী হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে বালোচিস্তান লিবারেশন ফ্রন্ট এবং বালোচ রিপাবলিকান গার্ডস গোষ্ঠী।
Extremely pained to hear about the suicide attack on Pakistan army convoy in Quetta that killed 9 and injured 11. I totally condemn it ? #TerroristNationPakistan
— Sir Jadeja fan (@SirJadeja) 17 February 2019
উল্লেখ্য, আজই পাকিস্তানে পৌঁছেছেন সৌদি আরবের যুবরাজ মহম্মদ বিন সলমন। বিন সলমনের পাক সফরের মাত্র কয়েক ঘণ্টা আগের এই ঘটনা ঘিরে পাকিস্তানের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে নতুন করে প্রশ্ন উঠছে।
প্রসঙ্গত, মাত্র তিন দিন আগে কাশ্মীরের পুলওয়ামার অবন্তীপুরায় আত্মঘাতী জঙ্গি হানায় সিআরপিএফ কনভয়ের ৪৯ জন জওয়ান শহিদ হন। ঘটনার পিছনে ছিল পাকিস্থানি জঙ্গি গোষ্ঠী জইশ-ই-মহম্মদের প্রত্যক্ষ ভূমিকা ছিলো।