Monday, June 16, 2025
Latestআন্তর্জাতিক

আফগানিস্তানে নমাজরত মুসল্লিদের ওপর বোমা হামলায় নিহত ৬২

কাবুল: আফগানিস্তানে জুমার নামাজের সময় একটি মসজিদে ভয়াবহ বোমা হামলায় অন্তত ৬২ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও ৫৫ জন। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শুক্রবার নমাজ চলাকালীন দেশটির পূর্বাঞ্চলের নানগরহার প্রদেশের রাজধানী জালালাবদ থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে হাসকা মিনা জেলায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

বিস্ফোরণের জেরে মসজিদের ছাদ ভেঙে পড়ে যার জেরে ৬২ মুসল্লি প্রাণ হারান। এছাড়া ৫৫ জন জখম হয়েছেন। আহতদের নিকটবৰ্তী হাসপাতালে চিকিৎসা চলছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর বলে হাসপাতালের এক চিকিৎসক জানিয়েছেন।

প্রাদেশিক সরকারের মুখপাত্র আতাউল্লাহ খোগ্যানি জানিয়েছেন, নমাজের সময় হঠাৎ বিস্ফোরণে মসজিদের ছাদ ভেঙে পড়ে। এতে নমাজরত মুসল্লিদের রক্তে ভেসে যায় মসজিদ। নানগারহার প্রদেশের কাউন্সিলর সোহরাব কাদেরি জানান, ঘটনাস্থলে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। ধ্বংসস্তূপ থেকে লাশ বের করা হচ্ছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

এখনও পর্যন্ত কোনও জঙ্গি সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি। তবে নানগারহার প্রদেশে তালিবান, ইসলামিক স্টেট (আইএস), জঙ্গি দল হাসকা মিনায় সক্রিয় রয়েছে। বিস্ফোরণটি খুবই শক্তিশালী ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।