Friday, June 20, 2025
Latestদেশ

জম্মু ও কাশ্মীরের সোপোরে বাসস্ট্যান্ডে গ্রেনেড হামলা, আহত ২০

সোপোর: শনিবার শ্রীনগরের কারাননগর এলাকায় গ্রেনেড হামলার পর আজ, সোমবার ফের জঙ্গিদের গ্রেনেড বিস্ফোরণে কেঁপে উঠল জম্মু ও কাশ্মীরের সোপোর। এবার ঘটনাস্থল সোপোরের একটি বাসস্ট্যান্ড। কাশ্মীর পুলিশের তরফে জানানো হয়েছে, অন্তত ২০জন নাগরিক আহত হয়েছেন এই গ্রেনেড হামলায়।

এর আগে শনিবার শ্রীনগরের কারাননগরে গ্রেনেড হামলায় আহত হন ৬ জন নিরাপত্তাকর্মী। গত ৫ আগস্ট ৩৭০ ধারা বাতিল করে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার করার পর থেকে উপত্যকায় হাই অ্যালার্ট জারি করা হয়েছে। ধীরে ধীরে তুলে নেওয়া হচ্ছে নিষেধাজ্ঞাগুলি, সেই পরিস্থিতিতেই এই হামলা। মঙ্গলবার ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা কাশ্মীর সফরে যাচ্ছেন। ঠিক তার আগের দিন বিকালে এই হামলার ঘটনা ঘটলো।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জারি করা রিপোর্ট থেকে জানা গিয়েছে, ২০১৮-এ জম্মু ও কাশ্মীরে ঢোকার জন্য ৩২৮ বার চেষ্টা চালিয়েছে পাক মদদপুষ্ট জঙ্গি সংগঠনগুলি, তারমধ্যে ১৪৩টি সফল পদক্ষেপ। রিপোর্টে  আরও বলা হয়েছে, ২০১৮-তে জম্মু ও কাশ্মীরে খতম হয়েছে ২৫৭ জন জঙ্গি এবং ৯১জন নিরাপত্তাকর্মী শহিদ হয়েছেন।

রিপোর্ট অনুযায়ী, গত ২৯ বছরে কাশ্মীরে শহিদ হয়েছে ভারতের ৫,২৭৩ জন নিরাপত্তাকর্মী। প্রাণ হারিয়েছেন ১৪,০২৪ জন সাধারণ কাশ্মীরি। সীমান্তে অনুপ্রবেশের চেষ্টাও থেমে নেই। জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) বলছে, চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত মোট ২৩১৭ বার সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করেছে পাকিস্তান। আর ৫ আগস্ট ৩৭০ ধারা বিলোপের পর থেকে মাত্র ২৫ দিনেই সেই সংখ্যাটা দাঁড়ায় ২২২ বার।