Tuesday, March 25, 2025
দেশ

৬ বছরে সর্বনিম্ন, ত্রৈমাসিকে বৃদ্ধির হার নেমে এল ৫ শতাংশে

নয়াদিল্লি: গত ৬ বছরের মধ্যে দেশের অর্থনৈতিক বৃদ্ধির হার তলানিতে এসে ঠেকেছে। দেশের মোট দেশজ উৎপাদনের বৃদ্ধি চলতি অর্থবছরের (২০১৯ – ২০) প্রথম ত্রৈমাসিকে ৫ শতাংশে নেমে দাঁড়িয়েছে। যা ঘোর উদ্বেগের বিষয় বইকি। এই পরিস্থিতি মোদী সরকারকে চাপে ফেলতে পারে বলে অনেকে আশঙ্কা করছেন।

শুক্রবার দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে পরিসংখ্যান প্রকাশ করেছে মোদী সরকার। পরিসংখ্যানে দেখা যাচ্ছে, জানুয়ারি থেকে মার্চ, তার আগের ত্রৈমাসিকে আর্থিক বৃদ্ধির (GDP) হার ছিল যেখানে ৫.৮ শতাংশ, সেখানে সেই হার আরও কমল এবারে। অথচ এক বছর আগে ২০১৮ সালের ৩০ জুন আর্থিক বৃদ্ধির হার ছিল ৮ শতাংশ।

এর আগে, ২০১৩ সালের মার্চ মাসে আর্থিক বৃদ্ধির হার ৪.৩ শতাংশে গিয়ে ঠেকেছিল। তারপর এই প্রথম আর্থিক বৃদ্ধির হার এতখানি নেমে গেল। দেশের গাড়ি শিল্প ও বিস্কুট শিল্পতে মন্দা এবং সেক্টর জুড়ে লাখ লাখ মানুষের কাজ হারানোর ঘটনাই দেশের অর্থনৈতিক বৃদ্ধির হারকে প্রভাবিত করেছে, মনে করছেন বিশ্লেষকরা।

ইন্ডিয়া রেটিংয়ের প্রধান অর্থনীতিবিদ দেবীন্দ্র পান্ত বলেন, অর্থনৈতিক মন্দা মোকাবিলায় সরকারের কাঠামোগত ও অন্যান্য সমস্যাগুলি সমাধান করা দরকার। পাশাপাশি গাড়ি ক্রয়ের ক্ষেত্রে গ্রাহকের চাহিদা হ্রাসের কারণে যে ভাবে গাড়ি উৎপাদনে প্রভাব পড়ছে তাকেও কারণ হিসাবে উল্লেখ করেছেন তিনি।