Saturday, June 21, 2025
Latestরাজ্য​

রাজ্যে তিন কেন্দ্রে উপনির্বাচন, দিনক্ষণ ঘোষণা করল নির্বাচন কমিশন

কলকাতা: রাজ্যে উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, আগামী ২৫ নভেম্বর খড়গপুর, কালিয়াগঞ্জ, করিমপুরে উপনির্বাচন হবে। ভোটের ফলাফল জানা যাবে আগামী ২৮ নভেম্বর।

খড়গপুর বিধানসভা কেন্দ্রটি মেদিনীপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত। খড়গপুর বিধানসভা আসন থেকে পদত্যাগ করেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। ২০১৯ লোকসভা নির্বাচনে মেদিনীপুর আসন থেকে জয়ী হয়েছেন তিনি।

নির্বাচন কমিশনের জারি করা বিজ্ঞপ্তি

অন্যদিকে, তৃণমূলের মহুয়া মৈত্র লোকসভা ভোটে জিতে সাংসদ হয়ে যাওয়ায় তাঁর ছেড়ে যাওয়া বিধানসভা কেন্দ্র করিমপুরে উপনির্বাচন হবে। কংগ্রেস বিধায়ক প্রমথনাথ রায়ের মৃত্যুতে রায়গঞ্জ বিধানসভার অন্তর্গত কালিয়াগঞ্জ বিধানসভা আসন এখন শূন্য।

রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মতে, এই লড়াই হবে ত্রিমুখী। সূত্রের খবর, তিনটি কেন্দ্রের উপনির্বাচনে জোট বেঁধে ময়দানে নামতে পারে কংগ্রেস ও সিপিএম। আলোচনায় ঠিক হয়েছে, ৩টি আসনের মধ্যে দু’টিতে লড়বে কংগ্রেস, অন্যটিতে সিপিএম। যদিও আনুষ্ঠানিক ভাবে এখনও কিছু ঘোষণা হয়নি।