Sunday, December 7, 2025
দেশ

অসমে বন্ধ সমস্ত মাদ্রাসা, কোরান শিক্ষাতেও আপত্তি

দিসপুর: সরকারের টাকা খরচ করে চালানো হবে না মাদ্রাসা। এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে অসমে। এবার সরকারের টাকায় আর কোরান শিক্ষা নয়, এমনটাই মতামত অসমের শিক্ষামন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার।

অসমের শিক্ষামন্ত্রীর কথায়, সরকারি খরচায় যদি কোরান শিক্ষা দিতে হয়, তাহলে বাইবেল ও ভগবত গীতাও শিক্ষা দেওয়া উচিৎ। তাই রাজ্য সরকারের সিদ্ধান্ত, সরকারি টাকায় ধর্মীয় শিক্ষা দেওয়া বন্ধ করা হবে।

হিমন্ত বিশ্বশর্মা বলেন, সরকারি টাকায় কোনও ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান চালানো হবে না। নভেম্বরেই এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করবে রাজ্য সরকার। তবে বেসরকারি মাদ্রাসা নিয়ে অসম সরকারের কোনও আপত্তি নেই বলে মন্তব্য করেন তিনি।

শিক্ষামন্ত্রী জানান, সরকারি সমস্ত মাদ্রাসাকে সরকারি স্কুলে পরিবর্তন করা হবে। কিছু ক্ষেত্রে মাদ্রাসা শিক্ষকদের স্কুলে নিয়োগ করা হবে। শ্রীঘ্রই এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করবে রাজ্য সরকার।

উল্লেখ্য, অসমে বর্তমানে ৬১৪টি সরকারি সাহায্যপ্রাপ্ত মাদ্রাসা রয়েছে। এদিকে, মাদ্রাসা বন্ধের ঘোষণার পর এআইইউডিএফ সুপ্রিমো বদরুদ্দিন আজমলের হুঁশিয়ারি, বিজেপি সরকার মাদ্রাসাগুলি বন্ধ করে দিলেও কি? বিধানসভা ভোটে জিতে সেগুলি পুনরায় চালু করবে তার দল।