Wednesday, January 22, 2025
দেশ

নাশকতার ছক, অসমে ফের গ্রেফতার আনসারুল্লা বাংলা টিমের জঙ্গি, নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ

কলকাতা ট্রিবিউন ডেস্ক: অসমে জঙ্গি কার্যকলাপ দমনে আবারও বড় সাফল্য পেল অসম পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। কোকরাঝাড় থেকে গভীর রাতে গ্রেফতার করা হয়েছে আনসারুল্লা বাংলা টিমের (এবিটি) সদস্য গাজি রহমানকে। অপারেশন প্রঘাতের অধীনে এই অভিযানে ধরা পড়ল ৩৫ বছর বয়সী এই জঙ্গি।

গ্রেফতার এড়াতে পরিচয় বদলানোর চেষ্টা

তদন্তে জানা গেছে, গ্রেফতার এড়াতে পরিচয় বদলানোর চেষ্টা করেছিল গাজি রহমান। বাংলাদেশে পালানোর ছক করছিল সে। কিন্তু অসম এসটিএফ এবং কোকরাঝাড় পুলিশের যৌথ অভিযানে শেষমেশ ধরা পড়ে যায়। পুলিশের মতে, এর আগে বহুবার ধরার চেষ্টা হলেও প্রতিবারই ফসকে যেত গাজি।

অপারেশন প্রঘাতে গ্রেফতার আরও ১২ জঙ্গি

অপারেশন প্রঘাতের অধীনে এ নিয়ে মোট ১২ জন এবিটি জঙ্গিকে গ্রেফতার করেছে এসটিএফ। এর আগে ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে অত্যাধুনিক অস্ত্র, আইইডি তৈরির সরঞ্জাম, সন্দেহজনক নথি, নগদ টাকা এবং মোবাইল। এবারের অভিযানে জঙ্গিদের প্রশিক্ষণ কোথায় এবং কীভাবে হয়েছে, তা খুঁজে বের করার চেষ্টা চলছে।

বাংলাদেশ ও পাকিস্তানের যোগসূত্র খতিয়ে দেখা হচ্ছে

ধৃতদের জিজ্ঞাসাবাদে উঠে এসেছে প্রশিক্ষণ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য। সন্দেহ করা হচ্ছে, জঙ্গিদের একটি অংশ পাকিস্তানে প্রশিক্ষণ নিয়েছে। তবে বাংলাদেশে প্রশিক্ষণ হয়েছে কি না, তাও তদন্ত করছে গোয়েন্দা বিভাগ। এ ছাড়া ধৃতদের সঙ্গে পশ্চিমবঙ্গের কোনও সংযোগ রয়েছে কি না, সেটাও গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।

আদালতে পেশ গাজি রহমান

আজ ধৃত গাজি রহমানকে আদালতে পেশ করবে পুলিশ। তাকে হেফাজতে নিয়ে আইইডি তৈরির পদ্ধতি, অত্যাধুনিক অস্ত্র চালনার প্রশিক্ষণ এবং এবিটির অন্যান্য সদস্যদের অবস্থান সম্পর্কে তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।

উদ্বেগ বাড়ছে নিরাপত্তা নিয়ে

বারবার আনসারুল্লা বাংলা টিমের জঙ্গিদের গ্রেফতার এবং উদ্ধার হওয়া বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র প্রমাণ করে, এই সংগঠন উত্তর-পূর্ব ভারতে সক্রিয় হয়ে উঠছে। নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে প্রশাসনের। গোয়েন্দারা মনে করছেন, এই জঙ্গিদের সঙ্গে আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠীগুলির সরাসরি যোগাযোগ রয়েছে।

অসম পুলিশ এবং এসটিএফের সাফল্য যেমন প্রশংসনীয়, তেমনই এই ঘটনায় উত্তর-পূর্ব ভারতের নিরাপত্তা ব্যবস্থার ওপর নতুন করে প্রশ্ন তুলছে।