এনআরসি তালিকায় নাম নেই AIUDF বিধায়ক অনন্ত কুমার মালোর
গুয়াহাটি: শনিবার অসমে প্রকাশিত হয়েছে জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) তালিকা। প্রায় ১৯ লাখ মানুষের নাম বাদ পড়েছে এনআরসি তালিকা থেকে। সেই তালিকায় রয়েছেন অসমের দ্বিতীয় শক্তিশালী বিরোধী দল অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্র্যাটিক ফ্রন্টের (AIUDF) অনন্ত কুমার মালো। বাদ পড়েছে কাটিগড়ের প্রাক্তন বিধায়ক আতাউর রহমান মাজারভুঁইয়ার নামও।
অসম থেকে অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতে জাতীয় নাগরিকপঞ্জি তৈরি করা হয়েছে। সেই তালিকায় রয়েছেন ১৯ লাখ মানুষ, তাঁদের নিজেদের নাগরিকত্ত্ব প্রমাণ করতে হবে।
জাতীয় নাগরিকপঞ্জির চূড়ান্ত তালিকায় রয়েছেন ৩.১১ কোটি মানুষ। সমস্ত আইনি প্রক্রিয়া না হওয়া পর্যন্ত, নাগরিকপঞ্জি তালিকার বাইরে থাকা ব্যক্তিদের বিদেশ বলে গণ্য করা হবে না বলে জানিয়েছে কেন্দ্রের মোদী সরকার।
যারা নাগরিকপঞ্জির বাইরে রয়েছেন, তারা ফরেনার্স ট্রাইবুনালে আবেদন করতে পারবেন। আবেদনের সময়সীমা ৬০ দিন থেকে বাড়িয়ে ১২০দিন করা হয়েছে।