Thursday, November 7, 2024
দেশ

অসমে এনআরসিতে নাম নথিভুক্তের সময়সীমা বাড়ল

নয়াদিল্লি: অসমে জাতীয় নাগরিক পঞ্জি বা এনআরসির চূড়ান্ত খসড়া তালিকায় নাম বাদ পড়াদের দাবি ও অভিযোগ জানানোর জন্য সময়সীমা বাড়িয়ে করা হয়েছে ১৫ ডিসেম্বর পর্যন্ত। বৃহস্পতিবার এ সময়সীমা বাড়িয়েছে সুপ্রিম কোর্ট। পাশাপাশি নাগরিকত্ব প্রমাণের জন্য অনুমোদিত ১০টি নথির সাথে আরও পাঁচটি নথি জমা দেওয়া যাবে বলেও জানিয়েছে শীর্ষ আদালত।

এদিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বে একটি বেঞ্চ জানিয়েছে, ১৯৫১ সালের নাগরিক পঞ্জি, ১৯৭১ সালের ২৪ মার্চ পর্যন্ত ভোটার তালিকা, নাগরিক সনদ ও শরণার্থী নিবন্ধিত তালিকা এবং ১৯৭১ সালের ২৪ মার্চ পর্যন্ত ইস্যু হওয়া রেশন কার্ড- এ পাঁচটি জায়গায় সংশ্লিষ্ট ব্যক্তির নাম থাকতে হবে। এতদিন ১০টি নথির ভিত্তিতে নাগরিক পঞ্জিতে নাম নথিভুক্তর বিষয়টি নির্ধারিত ছিল। এগুলো হল জমির নথি, বসবাসের নথি, পাসপোর্ট, এলআইসি বীমা সম্পর্কিত সনদ, সরকারি কোনও লাইসেন্স, চাকরির নথি, ব্যাংক ও ডাকঘর অ্যাকাউন্ট, জন্মের সনদ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সনদ ও আদালত কর্তৃক কোনও নথি।

এর আগে বিচারপতি রঞ্জন গগৈ ও আর এফ নরিম্যানের বেঞ্চ ২৫ সেপ্টেম্বর থেকে ৬০ দিনের মধ্যে আপত্তি জানানোর সময়সীমা নির্ধারণ করে দিয়েছেন। এখন তাঁরা ওই সময়সীমা বাড়িয়ে করেছেন ১৫ ডিসেম্বর পর্যন্ত।

প্রসঙ্গত, অসমে এনআরসির দ্বিতীয় ও চূড়ান্ত খসড়া ৩০ জুলাই প্রকাশিত হয়। এতে ৩.২৯ কোটি লোকের মধ্যে ২.৮৯ কোটি লোককে অন্তর্ভুক্ত করা হয়। ঐতিহাসিক এই তালিকায় ৪০ লাখের বেশী আবেদনকারীর নাম স্থান পায়নি। তারা দাবি করলেও তাদের উত্থাপিত নথিপত্রে তা প্রমাণ হয়নি বলে জানানো হয়েছে।