Thursday, November 13, 2025
দেশ

বিয়ের আগে জানাতে হবে ধর্ম, নয়া আইন আনছে অসম সরকার

দিসপুর: লাভ জিহাদের বিরুদ্ধে আইন লাগু হয়েছে উত্তরপ্রদেশে। আরও কয়েকটি বিজেপি শাসিত রাজ্যে লাভ জিহাদ বিরোধী আইন আনার কথা চলছে। যা নিয়ে বিতর্ক অব্যাহত। এর মধ্যেই অসমে বিয়ে নিয়ে আসছে নতুন আইন। নয়া ওই আইনে বলা হয়েছে, বিয়ের একমাস আগে বরকে তাঁর ধর্ম ও আয়ের উৎস সম্পর্কে কনেকে জানাতে হবে।

উত্তর-পূর্বের রাজ্য অসমে কড়া এই আইন আনা হচ্ছে। এমনটাই জানালেন অসমের মন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। তিনি জানান, নয়া এই আইন অনুসারে বিয়ের আগে পুরুষদের তাঁদের সঙ্গিনীকে জানাতে হবে ধর্ম, চাকরি ও আয়ের উৎস সম্পর্কে।

বিশ্বশর্মা জানান, রাজ্যের নয়া এই বিয়ের আইন অনেকটাই উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশের ধাঁচে হবে। এতে রাজ্যের মহিলারা  উপকৃত হবেন। এই আইনে বিবাহে স্বচ্ছতা আসবে।

অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল জানান, আমরা লাভ জিহাদের বিরুদ্ধে আইন আনছি না। আমাদের আইনে সব ধর্মকেই অন্তর্ভুক্ত করা হয়েছে। এই আইনে বিবাহে স্বচ্ছতা আসবে। আমাদের বোনদের ক্ষমতায়ন হবে।

মুখ্যমন্ত্রীর কথায়, স্বামী-স্ত্রীর মধ্যে স্বচ্ছতা থাকা দরকার। সেটি না থাকলে বিয়েই করা উচিত নয়। সঙ্গীর ধর্ম কী, জীবনধারনের জন্য কি কাজ করেন, আয় কত-এই সমস্ত বিষয়গুলি বিস্তারিতভাবে জানানো খুবই গুরুত্বপূর্ণ। সমস্ত বিয়ের ক্ষেত্রে এই আইন বাধ্যতামূলক হতে চলেছে।

বিশ্বশর্মা জানান, অনেক সময় মহিলারা বিয়ের পর জানতে পারেন তাঁর স্বামী কোনও অবৈধ কাজকর্ম জড়িত। তাই শুধু লাভ জিহাদ রুখতেই নয়, কেউ যাতে তার পরিচয়, আয়, লুকিয়ে বিয়ে না করতে পারে তার জন্য নয়া আইন আনা হচ্ছে। বিয়ের একমাস আগেই পরিবার সম্পর্কে বিস্তারিত তথ্য, উপার্জন, শিক্ষাগত যোগ্যতা, স্থায়ী ঠিকানা এবং ধর্ম সরকারকে জানাতে হবে।