Wednesday, January 22, 2025
দেশ

প্রকাশ্যে গরুর মাংস খাওয়া নিষিদ্ধ করলো বিজেপি শাসিত অসম সরকার

কলকাতা ট্রিবিউন ডেস্ক: আসাম সরকার প্রকাশ্যে গরুর মাংস খাওয়া নিষিদ্ধ ঘোষণা করেছে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, কংগ্রেস রাজ্য সভাপতি ভূপেন কুমার বোরা এবং ধুবরি সংসদ সদস্য রকিবুল হুসেনের সাম্প্রতিক বক্তব্যের প্রেক্ষিতে রাজ্য মন্ত্রিসভা এই সিদ্ধান্ত নিয়েছে। তারা অভিযোগ করেছিলেন, মুসলিম অধ্যুষিত সামাগুরি বিধানসভা এলাকায় ভোটারদের প্রভাবিত করতে রাজনৈতিক দলগুলো গরুর মাংস বিতরণ করছে।

ডিসেম্বর ৪ তারিখে মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী সাংবাদিকদের জানান, “ভূপেন বোরা এবং রকিবুল হুসেন গত কয়েকদিনে গরুর মাংস খাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের বক্তব্য বিশ্লেষণ করে মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছে যে, আমাদের আইন আরও শক্তিশালী করার জন্য প্রকাশ্যে গরুর মাংস খাওয়ার উপর নিষেধাজ্ঞা প্রয়োজন।”

তিনি আরও বলেন, “আজ থেকে হোটেল, রেস্তোরাঁ, উৎসব এবং কমিউনিটি ইভেন্টে গরুর মাংস খাওয়া নিষিদ্ধ করা হলো। ধর্মীয়, সামাজিক ও অন্যান্য জনসমক্ষে গরুর মাংস পরিবেশন করা যাবে না। আসাম গবাদি পশু সংরক্ষণ আইন, ২০২১-এ নতুন এই বিধান যুক্ত করা হবে।”

উল্লেখ্য, বর্তমানে এই আইনে হিন্দু, জৈন ও শিখ সংখ্যাগরিষ্ঠ এলাকা এবং তাদের উপাসনালয়ের পাঁচ কিলোমিটার ব্যাসার্ধে গরু জবাই ও গরুর মাংস বিক্রি নিষিদ্ধ।

এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছেন সংখ্যালঘু ভিত্তিক অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্টের সাধারণ সম্পাদক ও বিধায়ক হাফিজ রফিকুল ইসলাম। তিনি বলেন, “মানুষ কী খাবে, কী পরবে তা নির্ধারণ করার অধিকার সরকারের নেই। বিজেপি যদি গোয়া বা অন্য উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যে গরুর মাংস নিষিদ্ধ করতে না পারে, তবে আসামে কেন?”

এই বিতর্ক শুরু হয় সামাগুরি বিধানসভা উপনির্বাচনে ভোটারদের প্রভাবিত করতে রাজনৈতিক দলগুলো গরুর মাংস বিতরণের অভিযোগের পর। উপনির্বাচনে বিজেপি প্রার্থী দীপলু রঞ্জন শর্মা কংগ্রেস প্রার্থী তানজিল হুসেনকে ২৪,৫০১ ভোটে পরাজিত করেন। তানজিল হুসেন ধুবরির পাঁচবারের প্রাক্তন বিধায়ক ও সংসদ সদস্য রকিবুল হুসেনের ছেলে।