Thursday, December 12, 2024
কলকাতা

করিমগঞ্জের নাম বদলে শ্রীভূমি রাখলো অসমের হিমন্ত সরকার, কবিগুরুকে সম্মান জানাতে এই সিদ্ধান্ত

কলকাতা ট্রিবিউন ডেস্ক: অসমের করিমগঞ্জের নতুন নাম শ্রীভূমি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে সম্মান জানাতে এই সিদ্ধান্ত নিয়েছে অসম সরকার। মঙ্গলবার অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ঘোষণা করেছেন, রাজ্যের করিমগঞ্জ জেলার নতুন নাম শ্রীভূমি হবে। এই সিদ্ধান্ত রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি সম্মান জানাতেই নেওয়া হয়েছে।

মুখ্যমন্ত্রী টুইটে লিখেছেন, “প্রায় ১০০ বছর আগে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আধুনিক করিমগঞ্জ জেলাকে ‘শ্রীভূমি’ নামে অভিহিত করেছিলেন। শ্রীভূমি অর্থ মা লক্ষ্মীর ভূমি। আজ অসম মন্ত্রিসভা আমাদের জনগণের এই দীর্ঘদিনের দাবি পূরণ করেছে।”

মুখ্যমন্ত্রীর পোস্টে একটি ছবি শেয়ার করছেন। যেখানে বলা হয়েছে, করিমগঞ্জের নতুন নাম শ্রীভূমি রাখার এই সিদ্ধান্ত জেলার জনগণের প্রত্যাশা এবং আকাঙ্ক্ষার প্রতিফলন।