Monday, March 24, 2025
FEATUREDদেশ

চূড়ান্ত এনআরসি তালিকা থেকে বাদ পড়ল ১৯ লাখ মানুষের নাম

নয়াদিল্লি: অসমের চূড়ান্ত জাতীয় নাগরিক পঞ্জির(এনআরসি) তালিকা থেকে বাদ পড়ল ১৯ লাখ মানুষের নাম। চূড়ান্ত এই তালিকায় স্থান পেলেন ৩.১১ কোটি মানুষ। এনআরসির তালিকায় ওই ১৯ লাখ মানুষকে অবৈধ অভিবাসী হিসাবে চিহ্নিত করে বাদ দেওয়া হয়েছে।

৩৭০ ধারা বাতিলের মাত্র কয়েক সপ্তাহ পরেই এই এনআরসি তালিকা প্রকাশ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বিতীয় মেয়াদের অন্যতম বৃহত্তম পদক্ষেপ হিসাবে মনে করা হচ্ছে। অসম জুড়ে কয়েক হাজার আধাসামরিক বাহিনী এবং পুলিশ মোতায়েন করে রাজ্যের নিরাপত্তা জোরদার করা হয়েছে।


এনআরসি চূড়ান্ত তালিকা প্রকাশ হওয়ার পর যাতে কোনও অশান্তি না ছড়ায় তাই অসমের নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং বেশ কয়েকটি সরকারি স্থানে চার জনের বেশি লোক জমায়েত নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, বিশেষত সংবেদনশীল অঞ্চলগুলিতে।

কেন্দ্রের তরফে জানানো হয়েছে, যাঁদের নাম চূড়ান্ত নাগরিক তালিকায় স্থান পাবে না সমস্ত আইনি বিকল্প শেষ না হওয়া পর্যন্ত তাঁদের এখনই বিদেশি ঘোষণা করা যাবে না। এনআরসির বাইরে থাকা প্রতিটি ব্যক্তি বিদেশি ট্রাইব্যুনালে আবেদন করতে পারেন এবং আবেদন করার সময়সীমা ৬০ থেকে বাড়িয়ে ১২০ দিন করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, যাদের নাম তালিকা থেকে বাদ গেছে তাঁদের পক্ষে যুক্তি শোনার জন্য পর্যায়ক্রমে কমপক্ষে এক হাজার ট্রাইব্যুনাল গঠন করা হবে। ট্রাইব্যুনালে কেউ মামলা হারলেও তাঁরা উচ্চ আদালত এবং তারপরে সুপ্রিম কোর্টে আবেদন করতে পারবেন। সকল আইনি বিকল্প শেষ না হওয়া পর্যন্ত কাউকেই বিদেশি হিসাবে ঘোষণা করা হবে না বলে আশ্বস্ত করেছে কেন্দ্রের মোদী সরকার।