Saturday, July 19, 2025
Latestআন্তর্জাতিক

খতম আল কায়দার দক্ষিণ এশিয়ার প্রধান অসিম উমর

কাবুল: আফগানিস্থানের হেলমন্দে এক ডেরায় মার্কিন-আফগানিস্তানের যৌথ অভিযানে নিকেশ হল আল কায়দার দক্ষিণ এশিয়ার প্রধান অসিম উমর (৪০)। মঙ্গলবার আফগান সরকারের তরফে এ খবর নিশ্চিত করা হয়েছে। আফগান কর্মকর্তারা জানিয়েছেন, অসিম উমরের জন্ম ভারতের উত্তরপ্রদেশে। আফগান সরকারের তরফে আরও জানানো হয়েছে, অসিম উমরের সঙ্গে আরও ৬ জঙ্গিকে খতম করা হয়েছে। এরা সবাই পাকিস্তানি।

২০১৪ সালে আল কায়দার প্রধান আয়মান জাওয়াহিরি ২০১৪ সালের সেপ্টেম্বরে একটি ভিডিও বার্তায় ভারত, মিয়ানমার ও বাংলাদেশে লড়াইয়ের লড়াইয়ের জন্য একটি শাখা গঠনের ঘোষণা করেন। তখন থেকেই একিউআইএসকে নেতৃত্ব দিয়েছিলেন অসিম উমর।

আফগানিস্তানের জাতীয় সুরক্ষা অধিদফতর (এনডিএস) জানিয়েছে, ২৩ সেপ্টেম্বর হেলমান্দ প্রদেশের মুসা কালা জেলায় একটি তালিবান ঘাঁটিতে মার্কিন-আফগানিস্তানের যৌথ অভিযান চলাকালীন মৃত্যু হয় অসিম উমরের।


ভারতীয় উপমহাদেশে আল কায়দার দক্ষিণ এশিয়ার প্রধান অসিম উমরকে ‘আন্তর্জাতিক সন্ত্রাসবাদী’ হিসাবে ঘোষণা করে মার্কিন যুক্তরাষ্ট্র। এর আগে উমর আরেকটি বিদেশি সন্ত্রাসবাদী সংগঠন হরকত-উল-মুজাহিদিনের সদস্য ছিলেন। পাকিস্তান ভিত্তিক এই সন্ত্রাসবাদী গোষ্ঠীর ভারতীয় উপমহাদেশের শাখা ছিল, যার নেতৃত্ব দিতেন অসিম উমর।

উত্তরপ্রদেশের সম্ভলে সানাউল হক নামে জন্মগ্রহণকারী অসিম উমর ১৯৯১ সালে দেওবন্দের দারুল উলূম মাদ্রাসা থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তারপর উমর পাকিস্তান চলে যান এবং সেখানে ‘জিহাদি বিশ্ববিদ্যালয়’ বলে কুখ্যাত নওসেরা দারুল উলুম হাক্কানিতে পড়াশুনা করেন।