Thursday, June 19, 2025
Latestখেলা

এশিয়ান কুস্তি চ্যাম্পিয়নশিপে সোনা জিতল দিব্যা- পিঙ্কি- সরিতা

নয়াদিল্লি: বৃহস্পতিবার এশিয়ান কুস্তি চ্যাম্পিয়নশিপ থেকে ভারতকে দ্বিতীয় সোনা এনে দিল ভারতীয় মহিলা কুস্তিগীর দিব্যা কাকরান। এদিন জুনিয়র বিশ্ব চ্যাম্পিয়ন নারুয়া মাতসুয়ুকিকেও হারিয়েছেন দিব্যা। ভারতীয় মহিলা কুস্তির ইতিহাসে দিব্যা দ্বিতীয় মহিলা হিসেবে এই খেতাব অর্জন করলেন। ৬৫ কেজি বিভাগে এর আগে ২০১৮ সালে কিরগিজস্তানের বিশকেক থেকে সোনা জিতেছিলেন নভজ্যোত্‍‌ কৌর।

গোটা টুর্নামেন্টে দিব্যার পারফরম্যান্স ছিল নজরকাড়া। ৬৮ কেজি বিভাগের ৫ জন প্রতিযোগীর মধ্যে একমাত্র এই ভারতীয় কুস্তিগীর চারটি বাউটেই সফল হন। এশিয়ান কুস্তি চ্যাম্পিয়নশিপের আয়োজক দেশ হিসেবে বৃহস্পতিবার ভালো গিয়েছে ভারতীয় কুস্তিগীরদের।


ভারতের আরেক মহিলা কুস্তিগীর পিঙ্কি এশিয়ান চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছেন। ৫৫ কেজি বিভাগের ফাইনালে তিনি ২-১ হারিয়েছেন মঙ্গোলিয়ার দুলগুন বোলোরমাকে।

এশিয়ান কুস্তি চ্যাম্পিয়নশিপে তৃতীয় সোনাটি জিতেছেন সরিতা মোর। ৫৯ কেজির ফাইনালে মঙ্গোলিয়ার বাটসেতসেগ আটলান্টসেটসেগকে ৩-২ হারিয়েছেন তিনি। প্রসঙ্গত, এশিয়ান কুস্তি চ্যাম্পিয়নশিপে অনুপস্থিত চিনের কুস্তিগীররা। সেরা দল পাঠায়নি জাপানও।