Tuesday, March 25, 2025
Latestদেশ

ভোটের মুখে জোর ধাক্কা খেল কংগ্রেস, দল ছাড়লেন হরিয়ানা কংগ্রেসের প্রাক্তন সভাপতি

চন্ডীগড়: আগামী ২১ অক্টোবর হরিয়ানায় বিধানসভা নির্বাচন। তার আগে হরিয়ানায় বড়সড় ধাক্কা খেল কংগ্রেস। শনিবার দলের প্রাক্তন প্রদেশ সভাপতি অশোক তানওয়ার পদত্যাগ করলেন। শনিবার তানওয়ার টুইট করে তাঁর পদত্যাগের কথা জানিয়েছেন। গত মাসে প্রদেশ সভাপতি পদ থেকে অশোক তানওয়ারকে সরিয়ে দিয়েছিল কংগ্রেস হাইকমান্ড। দিন কয়েক আগে সাংবাদিক বৈঠক করে রাজ্যে ভোটের টিকিট বণ্টন নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন তিনি। এরপর পদত্যাগ করলেন তিনি।

কংগ্রেসের কার্যনির্বাহী সভানেত্রী সনিয়া গান্ধীকে লেখা চার পৃষ্ঠার পদত্যাগপত্র পাঠিয়েছেন অশোক তানোয়ার। বর্ষীয়ান নেতা এই নেতার অভিযোগ, বর্তমানে অভ্যন্তরীণ সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে কংগ্রেস। তবে রাজনৈতিক বিরোধীরা নয়, গুরুতর অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

অশোক তানোয়ার বলেন, নিজের ঘাম-রক্তদিয়ে কংগ্রেস করেছি।  তবে আমার পদত্যাগের কারণ কোনও কংগ্রেস কর্মীরই অজানা নয়। বহু ভাবনা চিন্তা ও আলোচনার পরই তিনি কংগ্রেস ছাড়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন। আমার এই লড়াই কোনও ব্যক্তির বিরুদ্ধে নয়, ব্যবস্থার বিরুদ্ধে। এই ব্যবস্থাই কংগ্রেসকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে।

প্রসঙ্গত, দিনকয়েক আগে হরিয়ানা বিধানসভা ভোটে কংগ্রেসের টিকিট বিলি নিয়ে দুর্নীতি এবং অনিয়মের অভিযোগ তোলেন অশোক তানোয়ার। তাঁর অভিযোগ, রাজ্যে ভোটের টিকিট নির্বাচনের ক্ষেত্রে তৃণমূল স্তরের কর্মীদের উপেক্ষা করা হয়েছে।