Thursday, June 19, 2025
Latestদেশ

ধর্ষকদের ক্ষমা করার কোনও প্রশ্নই ওঠে না: নির্ভয়ার মা

নয়াদিল্লি: ৪ ধর্ষককে ক্ষমা করে দেওয়ার আর্জি জানিয়ে নির্ভয়ার মা আশা দেবীর রোষের মুখে পড়েছেন আইনজীবী ইন্দিরা জাইসিং। যেভাবে সোনিয়া গান্ধী তাঁর স্বামী প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর হত্যাকারীদের মধ্যে অন্যতম নলিনী মুরুগানকে ক্ষমা করেছিলেন সেভাবেই নির্ভয়ার মা আশা দেবীকে দোষীদের ক্ষমা করার পরামর্শ দিয়েছিলেন ইন্দিরা জাইসিং।

সংবাদ সংস্থা এএনআইকে ক্ষুব্ধ আশা দেবী বলেন, ইন্দিরা জাইসিং কিভাবে আমাকে এ জাতীয় পরামর্শ দেওয়ার সাহস করেছেন তা বিশ্বাস করতে পারছি না। কয়েক বছর ধরে সুপ্রিম কোর্টে তার সঙ্গে আমার অনেকবার সাক্ষাৎ হয়েছে, সেই সময় একবারও তিনি আমার কুশল সংবাদ নেননি অথচ আজ তিনি দোষীদের পক্ষ নিয়ে কথা বলছেন। এ ধরনের লোকেরা ধর্ষকদের সমর্থন করে নিজেদের পেট চালান। আর এই জন্যেই দেশে ধর্ষণের মতো ঘটনা কমছে না।


আশা দেবী বলেন, আমাকে পরামর্শ দেওয়ার ইন্দিরা জাইসিং কে? পুরো দেশ চায় দোষীদের ফাঁসি কার্যকর করা হোক। ওর মতো মানুষের কারণেই ধর্ষণের শিকাররা সুবিচার পান না।

নির্ভয়া মামলায় ৪ ধর্ষকের ফাঁসির সাজার বিরোধিতা করে আইনজীবী ইন্দিরা জাইসিং টুইট করেন, আমি আশা দেবীর কষ্টের প্রতি সহানুভূতিশীল। কিন্তু তারপরেও তাঁকে আমি অনুরোধ করবো যেভাবে সোনিয়া গান্ধী রাজীব গান্ধীর হত্যাকারী নলিনী মুরুগানকে ক্ষমা করে তার মৃত্যুদণ্ড রদ করে দেন সেভাবেই যেন এগিয়ে আসেন নির্ভয়ার মা। আশা দেবীই পারেন এই ফাঁসি আটকাতে।

নির্ভয়া ধর্ষণ ও খুনের অন্যতম আসামি মুকেশ সিংয়ের প্রাণভিক্ষার আবেদন করেন রাষ্ট্রপতির কাছে। তবে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ সেই আবেদন খারিজ করে দেওয়ার কয়েক ঘণ্টা পরেই নতুন করে ফাঁসির পরোয়ানা জারি করা হয়। ১ ফেব্রুয়ারি ৪ ধর্ষকের ফাঁসি হবে ভোর ৬ টায়।