Friday, June 20, 2025
Latestদেশ

জাকির নায়েকের চেয়েও আসাদুদ্দিন ওয়াইসি বিপজ্জনক: তসলিমা নাসরিন

কলকাতা: দিন কয়েক আগে অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (AIMIM) প্রধান আসাদুদ্দিন ওয়াইসিকে আক্রমণ করে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় বলেন, ক্রমশই দ্বিতীয় জাকির নায়েক হয়ে উঠছেন ওয়াইসি। প্রয়োজনে ওয়াইসির বিরুদ্ধে ভারতীয় আইন অনুযায়ী কেন্দ্রীয় সরকার ব্যবস্থা নেবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। এবার সেই একই পথে হাঁটলেন নির্বাসিত বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন।

জাকির নায়েকের চেয়েও আসাদউদ্দিন ওয়াইসি বিপজ্জনক বলে মনে করেন তসলিমা। টুইটার তসলিমা নাসরিন লিখেছেন, জাকির নায়েক মৌলবাদের জন্য ধর্মকে ব্যবহার করেন। আর আসাদউদ্দিন ওয়াইসি ধর্মকে ব্যবহার করেন রাজনীতির জন্য। আমরা মৌলবাদীদের শত্রু হিসাবে স্বীকৃতি দেই কিন্তু ধর্মীয় রাজনীতিবিদদের শত্রু হিসাবে স্বীকৃতি দেই না। কারণ তারা ধর্মশাসন প্রতিষ্ঠা করতে গণতন্ত্রকে ব্যবহার করেন।


সুপ্রিম কোর্ট অযোধ্যা রায় ঘোষণার পর রায়ের সমালোচনা করে ওয়াইসি বলেন, মসজিদ ফেরত চাই। একখণ্ড জমির জন্য আমরা লড়াই করিনি। বাবরি মসজিদ ফেরত চাই।

ওয়াইসির মন্তব্যের পাল্টা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় বলেন, ওয়াইসি দ্বিতীয় জাকির নায়েক হতে চলেছেন। অযোধ্যা মামলার রায় নিয়ে লাগাতার বিতর্কিত মন্তব্য করে চলেছেন ওয়াইসি। তিনি যদি ফের বিতর্কিত মন্তব্য করেন তাহলে দেশের আইন অনুযায়ী তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, ওয়াইসির বিরুদ্ধে তীর্যক মন্তব্য করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তৃণমূল নেত্রী বলেছেন, হায়দরাবাদ থেকে টাকার থলি নিয়ে পশ্চিমবঙ্গে এসে মুসলিমদের দরদ দেখানো ওয়াইসির AIMIM আসলে বিজেপির সবচেয়ে বড় বন্ধু।