Saturday, June 21, 2025
Latestদেশ

ভোটের জন্য মুসলিম তোষণ বন্ধ করুন, বাংলায় বিজেপি কিভাবে ১৮টি আসন জিতল, মমতাকে পাল্টা ওয়াইসির

হায়দারাবাদ: মজলিস-ই-ইত্তেহাদুল-মুসলিমিন (এআইএমএম) প্রধান আসাউদ্দিন ওয়াইসির উদ্দ্যেশে বাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের করা মন্তব্য ‘সংখ্যালঘু বিচ্ছিন্নতাবাদ’, নিয়ে শুরু হয়েছে বিতর্ক। হায়দরবাদের সাংসদের বিরুদ্ধে সাম্প্রদায়িক বিভাজনের অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তারপরেই মমতার বিরুদ্ধে পাল্টা আক্রমণ শানালেন ওয়াইসি।

সোমবার কোচবিহারের দলীয় কর্মীসভায় এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, হিন্দুদের মধ্যে যেমন বিচ্ছিন্নতাবাদ রয়েছে, তেমনই সংখ্যালঘুদের মধ্যেও বিচ্ছিন্নতাবাদ বাড়ছে। একটি রাজনৈতিক দল রয়েছে, এবং তারা বিজেপির থেকে টাকা নিয়েছে, তারা হায়দারাবাদের দল, পশ্চিমবঙ্গের নয়।

মমতার বিরুদ্ধে পাল্টা আক্রমণ শানিয়ে হায়দরাবাদের সাংসদ আসাউদ্দিন ওয়াইসি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা অনুযায়ী, যদি আমদের কাজ বিচ্ছিন্নতাবাদ হয়, তাহলে আমার কিছু বলার নেই। বিচ্ছিন্নতাবাদ সেটাই, তিনি পশ্চিমবঙ্গে বিজেপিকে ঢুকতে দিয়েছেন, যেহেতু রাজ্যে মুসলিমদের মধ্যে মানবতার সূচক কম, সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিমদের নীচু নজরে দেখছেন।


ওয়াইসি বলেন, ভোটের জন্য মুসলিম তোষণ বন্ধ করুন। তিনি বলেন, আমার বিরুদ্ধে অভিযোগ তুলে বাংলার মুসলিমদের আপনি বার্তা দিচ্ছেন যে, ওয়াইসির দল একটি ভয়ঙ্কর শক্তিতে পরিণত হয়েছে। এই ধরণের মন্তব্য করে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর ভীতি এবং হতাশা দেখাচ্ছেন।

ওয়াইসি বলেন, হায়দারাবাদের দল থেকে দিদি যদি শঙ্কিত থাকেন, তাহলে তাঁর আমাদের বলা উচিৎ বাংলায় ৪২টি আসনের মধ্যে বিজেপি কিভাবে ১৮টিতে জিতল।