Tuesday, March 25, 2025
দেশ

দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হলেন ছেলে, মা শপথ দেখলেন টিভিতে

নয়াদিল্লি: দ্বিতীয়বার দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নরেন্দ্র দামোদর মোদী। বৃহস্পতিবার সন্ধ্যায় দিল্লির রাষ্ট্রপতি ভবনে শপথগ্রহণ উপলক্ষে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। মোদীকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। মোদীর পরেই শপথ নেন রাজনাথ সিং। তারপরেই অমিত শাহ। এরপর একে একে শপথ নেন অন্যান্য মন্ত্রীরা।

গুজরাটে নিজের বাড়িতে বসে টিভিতে ছেলের শপথগ্রহণ অনুষ্ঠান দেখলেন মা হীরাবেন। দিন চারেক আগেই মা হীরাবেন মোদীর আশীর্বাদ নিতে গুজরাটের গান্ধীনগরে গিয়েছিলেন নরেন্দ্র মোদী।

দিল্লির রাষ্ট্রপতি ভবনে শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চার দেশের প্রেসিডেন্ট, তিনজন প্রধানমন্ত্রী। বাংলাদেশের রাষ্ট্রপতি মহম্মদ আবদুল হামিদ, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মৈত্রীপালা সিরিসেনা, কিরঘিজস্তানের প্রেসিডেন্ট সুরুনবে জিনবেকভ এবং মায়নমারের প্রেসিডেন্ট ইউ উইন মিয়ান্ট উপস্থিত থাকছেন।

উপস্থিত ছিলেন মরিশাসের প্রধানমন্ত্রী প্রবিন্দকুমার জগনাথ, নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি এবং ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং। তাইল্যান্ডের বিশেষ দূত গ্রিসান্ডা বুনরাচ তাঁর দেশের প্রতিনিধিত্ব করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী ও কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধীও। ছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রতিভা পাতিল ও প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। ছিলেন বলিউডের এক ঝাঁক তারকা। এবারের শপথ অনুষ্ঠানে দেশবিদেশের ৮ হাজার অতিথি যোগ দেন। এর আগে ২০১৪ সালে যখন মোদী প্রথমবারের মতো শপথ নিয়েছিলেন, তখন অতিথি ছিলেন ৩৫০০ জন।

প্রসঙ্গত, আমন্ত্রিত মুখ্যমন্ত্রীদের মধ্যে ছিলেন না মমতা বন্দ্যোপাধ্যায়, নবীন পট্টনায়ক, পিনরাই বিজয়ন, কে চন্দ্রশেখর রাও, জগন্মোহন রেড্ডি, ভূপেশ বাঘেল।