দেশ ও সমাজের জন্য ‘প্রধানমন্ত্রী’ পদে ফের মোদীকেই চাই: রাজ্যপাল কল্যাণ সিং
জয়পুর: নরেন্দ্র মোদীকে ফের ‘প্রধানমন্ত্রী’ পদে দেখতে চাইলেন রাজস্থানের রাজ্যপাল কল্যাণ সিং। এমনকি নিজেকে একজন বিজেপি কর্মী হিসেবে দাবি করতেও কুণ্ঠাবোধ করেননি কল্যাণ সিং। লোকসভা ভোটের আগে তিনি বলেন, দেশ ও সমাজের স্বার্থে নরেন্দ্র মোদীর ফের নির্বাচিত হওয়া জরুরি।
বিরোধীরা প্রশ্ন তুলেছেন, রাজ্যপালের মতো একটি সাংবিধানিক পদে থেকে কল্যাণ সিং কীভাবে এমন মন্তব্য করতে পারেন? এ প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কল্যাণ সিং বলেন, একজন বিজেপি কর্মী হিসেবে, আমি আন্তরিক ভাবেই চাইব আসন্ন লোকসভা নির্বাচনে জিতে বিজেপি ফের ক্ষমতায় আসুক।
Rajasthan Governor Kalyan Singh in Aligarh, UP on 23rd March: We all are BJP workers and we want the BJP to emerge victorious. We want that once again Modi ji should become the PM. It is important for the country. pic.twitter.com/sJEzLqGIO2
— ANI (@ANI) 25 March 2019
৮৭ বছর বয়সী কল্যাণ সিং আরও বলেন, দেশের জন্য নরেন্দ্র মোদীর পুনরায় প্রধানমন্ত্রী হওয়া জরুরি। তাই আমি চাইব, উনি ফের প্রধানমন্ত্রী হন।
প্রসঙ্গত, কল্যাণ সিং দু’দফায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হয়েছিলেন। ১৯৯২ সালের ৬ ডিসেম্বর করসেবকরা যখন বাবরি মসজিদ ভেঙে ফেলে, তখন তিনি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন। মসজিদ ভাঙার পরে তাঁর সরকারকে বরখাস্ত করা হয়। ১৯৯৯ সালে তিনি বিজেপি ত্যাগ করেন। ২০০৪ সালে ফের তিনি দলে যোগ দেন। ২০১৪ সালে তাঁকে রাজস্থানের রাজ্যপাল করা হয়।