Sunday, September 15, 2024
দেশ

সিবিআই কান্ডে সুপ্রিম রায় ইতিবাচক, সরকার কারও পক্ষে বা বিপক্ষে নয়: অরুণ জেটলি

নয়াদিল্লি: মধ্যরাতের বদলি নিয়ে সিবিআই কর্তা অলোক বর্মা ছুটেছিলেন সুপ্রিম কোর্টে। দায়ের করেছিলেন মামলা। সেই মামলার রায়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ-এর সাংবিধানিক বেঞ্চ জানিয়ে দিল, বাধ্যতামূলক ছুটিতে পাঠানো সিবিআই কর্তা অলোক বর্মার বিরুদ্ধে দু’সপ্তাহের মধ্যে তদন্ত শেষ করতে হবে সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশনকে(সিভিসি)। পরবর্তী শুনানি হবে ১২ নভেম্বর। তদন্তে নজরদারি করবেন সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি এ কে পট্টনায়েক। এবার এই বিষয়টি নিয়ে মুখ খুললেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি।

জেটলি বলেছেন, দেশের আইন ও বিচার ব্যবস্থার জন্য এটি খুবই ইতিবাচক একটি সময় ও সুপ্রিম কোর্টের রায়ে সেই দিকটিই প্রকাশ পেয়েছে। কোনও নির্দিষ্ট ব্যক্তির বিরুদ্ধে কেন্দ্রের কোনও ক্ষোভ বা দ্বেষ নেই। সরকার শুধুমাত্র স্বচ্ছতা, পেশাদারিত্ব ও সাংবিধানিক সংহতি বজায় রাখতে বদ্ধপরিকর। আদালতও স্বচ্ছতা বজায়েই জোর দিয়েছে, বলে মন্তব্য করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।

প্রসঙ্গত, মঙ্গলবার মধ্যরাতে জরুরিকালীন সিদ্ধান্তে সিবিআই অধিকর্তা অলোক বর্মা এবং বিশেষ অধিকর্তা রাকেশ আস্থানাকে সরিয়ে নতুন ডিরেক্টর নিয়োগ নিয়ে রাজনৈতিক চাপান উতোর তুঙ্গে উঠেছে গোটা দেশে। মধ্য রাতের বদল নিয়ে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। রাফায়েল দুর্নীতি থেকে বাঁচতেই প্রধানমন্ত্রী অলোক বর্মাকে সরিয়ে দিয়েছেন বলে দাবি করেন রাহুল। কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কটাক্ষ করে বলেছেন, সিবিআই পরিণত হয়েছে বিজেপি ব্যুরো অব ইনভেস্টিগেশন (বিবিআই)-এ।