গুরুতর অসুস্থ অরুণ জেটলি, হাসপাতালে দেখতে গেলেন মোদী-অমিত শাহ
নয়াদিল্লি: প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলি শুক্রবার সন্ধ্যায় এআইএমসে ভর্তি হয়েছেন ৷ কার্ডিয়াক সমস্যায় আক্রান্ত হয়েই তিনি AIIMS-এ ভর্তি হয়েছেন বলে জানা গেছে ৷ হাসপাতাল সূত্রে খবর, তাঁর শারীরিক অবস্থা খুব সন্তোষজনক নয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কসভার স্পিকার ওম বিড়লা ও স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন জেটলিকে দেখতে AIIMS-এ যান।
জানা গিয়েছে, কিডনি প্রতিস্থাপনের পর থেকে জেটলির শারীরিক অবস্থা ক্রমেই খারাপ হচ্ছে। সেইসঙ্গে রয়েছে ডায়াবেটিসের মারাত্মক প্রকোপ।
All India Institute of Medical Sciences, Delhi: Arun Jaitley was admitted to AIIMS today morning. He is currently undergoing treatment in the intensive care unit under the supervision of a multidisciplinary team of doctors. At present, he is haemodynamically stable. (file pic) pic.twitter.com/zqq8lK9dTP
— ANI (@ANI) August 9, 2019
অরুণ জেটলি ২০১৪ সালে তাঁর ভেরিএয়িক অস্ত্রোপচার হয়েছিল। শারীরিক অসুস্থতার কারণেই রাজনীতি থেকে একপ্রকার অবসর নিয়েছেন তিনি।