Sunday, March 16, 2025
দেশ

গুরুতর অসুস্থ অরুণ জেটলি, হাসপাতালে দেখতে গেলেন মোদী-অমিত শাহ

নয়াদিল্লি: প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলি শুক্রবার সন্ধ্যায় এআইএমসে ভর্তি হয়েছেন ৷ কার্ডিয়াক সমস্যায় আক্রান্ত হয়েই তিনি AIIMS-এ ভর্তি হয়েছেন বলে জানা গেছে ৷ হাসপাতাল সূত্রে খবর, তাঁর শারীরিক অবস্থা খুব সন্তোষজনক নয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কসভার স্পিকার ওম বিড়লা ও স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন জেটলিকে দেখতে AIIMS-এ যান।

জানা গিয়েছে, কিডনি প্রতিস্থাপনের পর থেকে জেটলির শারীরিক অবস্থা ক্রমেই খারাপ হচ্ছে। সেইসঙ্গে রয়েছে ডায়াবেটিসের মারাত্মক প্রকোপ।


অরুণ জেটলি ২০১৪ সালে তাঁর ভেরিএয়িক অস্ত্রোপচার হয়েছিল। শারীরিক অসুস্থতার কারণেই রাজনীতি থেকে একপ্রকার অবসর নিয়েছেন তিনি।