Monday, March 17, 2025
Latestদেশ

মোদী সরকারের ভূয়সী প্রশংসা করলেন প্রবীণ আইনজীবী হরিশ সালভে

লন্ডন: ৩৭০ ধারা বাতিল ইস্যুতে এবার কেন্দ্রের মোদী সরকারের পাশে দাঁড়ালেন প্রবীণ আইনজীবী হরিশ সালভে। তাঁর মতে, ধারা ৩৭০ একটি ঐতিহাসিক ভুল ছিল। জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহারের বিষয়ে কেন্দ্রে সিদ্ধান্তকে পুরোপুরি সমর্থন করেছেন তিনি। তিনি এই পদক্ষেপের বিষয়ে পাকিস্তানের প্রতিক্রিয়াকে সর্বস্বান্ত হয়ে যাওয়ার চিহ্ন হিসাবে বর্ণনা করেছেন।

উল্লেখ্য, গত ৫ আগস্ট ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিল করে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার করা হয়। এই সিদ্ধান্ত নেওয়ার পর থেকে ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ভারতের এই সিদ্ধান্তে পাকিস্তানে তীব্র প্রতিক্রিয়া জানায়। কূটনৈতিক সম্পর্ক ছেদ এবং ভারতীয় রাষ্ট্রদূতকে বহিষ্কার করে পাকিস্তান।

হরিশ সালভে বলেন, পাক-অধিকৃত কাশ্মীরও ভারতেরই, পাকিস্তান সেখানে জবরদখল করে রেখেছে। যদি কোনও বিতর্কিত অঞ্চল থাকে তবে এটি পাক-অধিকৃত কাশ্মীরই। কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ। আর কাশ্মীর যে ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ তা নিয়ে পাকিস্তান ছাড়া আর কারও মনে কোনও সন্দেহের অবকাশ নেই।

হরিশ সালভে বলেন, আমি মনে করি ৩৭০ ধারা একটি ভুল সিদ্ধান্ত ছিল। মোদী সরকারের সিদ্ধান্ত ঐতিহাসিক। সালভের মতে, এটির বিষয়ে আলাপ আলোচনার পর এই অনুচ্ছেদ রদ করার সিদ্ধান্ত প্রয়োগ করার কথা যারা বলছেন তা আসলে নিরর্থক। কেননা ৩৭০ ধারা যে প্রত্যাহার করা হচ্ছে তার সামান্যতম আভাস মিললে জঙ্গিরা নড়েচড়ে বসতো, মোদী সরকার একদম ঠিক কাজ করেছে। সালভের কথায়, পাকিস্তান যেভাবে ভারতের ৩৭০ ধারা বাতিলের পর নিজেদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছে তাতেই বোঝা যাচ্ছে যে মানসিকভাবে তাঁরা পুরোপুরি সর্বস্বান্ত হয়ে গেছে।