অসাংবিধানিক পথে ৩৭০ ধারা বাতিল করেছে মোদী সরকার: প্রিয়াঙ্কা
সোনভদ্র: জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করা নিয়ে মোদী সরকারের সাম্প্রতিক পদক্ষেপের কড়া সমালোচনা করলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। তিনি বলেছেন, অসাংবিধানিক পথে ৩৭০ অনুচ্ছেদ বাতিল করেছে কেন্দ্রের মোদী সরকার।
উত্তরপ্রদেশের সোনভদ্র সফরে গিয়ে প্রিয়াঙ্কা বলেন, ‘জম্মু-কাশ্মীরে যখন ৩৭০ ধারা বহাল করা হয়েছিল, তখন বেশ কিছু নিয়মও তৈরি হয়েছিল। সে নিয়মগুলো তোয়াক্কা না করেই মোদী সরকার ৩৭০ ধারা বাতিল করে দিয়েছে।
প্রিয়াঙ্কা বলেন, কাশ্মীর ইস্যুতে কংগ্রেস সবার মতামতের সমান গুরুত্ব দিয়ে এসেছে সবসময়। সবার মতামত নিয়েই আলোচনা করেছে। অথচ মোদী সরকার একতরফাভাবে সিদ্ধান্তটি নিয়েছে।
প্রসঙ্গত, গত ৫ আগস্ট কাশ্মীরের ৩৭০ ধারা বাতিল করে দিয়ে লাদাখ ও কাশ্মীরকে দুটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে ঘোষণা করা হয়।