৩৭০ ধারা বাতিলের পদ্ধতি নিয়ে প্রশ্ন, মমতাকে ‘দেশদ্রোহী’ বললেন মুকুল
কলকাতা: কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহার করে নিয়েছে মোদী সরকার। সরকারের এহেন ঐতিহাসিক সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন দেশের বিরোধীদের একাংশও। তবে কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহারের পদ্ধতি নিয়ে প্রশ্ন তোলায় মমতা বন্দ্যোপাধ্যায়কে দেশদ্রোহী বলে আক্রমণ করলেন বিজেপি নেতা মুকুল রায়। শুক্রবার পুরুলিয়ায় একটি মামলায় হাজিরা দিতে এসে এই মন্তব্য করেন বিজেপি নেতা।
মুকুল রায় বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় দেশদ্রোহী। পুলওয়ামার ঘটনার পর তিনি সরাসরি ভারতীয় সেনার দিকেই আঙুল তুলেছিলেন। আর ৩৭০ ধারা বাতিলের পর তিনি যে ভূমিকায় নেমেছেন, তাতে তাঁকে রাষ্ট্রদোহী বলা উচিত। যা হয়েছে সংবিধান মেনে হয়েছে। ভারতবর্ষের সমস্ত রাজনৈতিক দল এটাকে সমর্থন করেছে। আর উনি বলছেন পদ্ধতিগত ভুল হয়েছে। ওনার এখন জলে নামবো কিন্তু বেনি ভেজাবো নার মতো অবস্থা।
মুকুলবাবুর মতে, কীসের ভুল। উনি বলছেন পদ্ধতি ভুল হয়েছে। যা হয়েছে সংবিধান মেনে হয়েছে। ভারতবর্ষের সমস্ত রাজনৈতিক দল এটাকে সমর্থন করেছে ৷ আর উনি বলছেন পদ্ধতিগত ভুল হয়েছে ৷ উনি সংবিধান বিশেষজ্ঞ না কি?
পাশাপাশি ‘দিদিকে বলো’ কর্মসূচি নিয়েও কটাক্ষ করেছেন মুকুল রায়। তিনি বলেন, কটা লোক ‘দিদিকে বলো’-য় ফোনে পেয়েছেন? দিদি এখন চেষ্টা করছেন পিসি থেকে দিদিতে নামার। উনি আর পিসি শুনতে চাইছেন না। বাংলায় গণতন্ত্র বলে কিছু নেই। বিজেপি কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে। বিজেপির রাজ্য সভাপতিকে সার্কিট হাউসে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না l তিনি আগে যা ছিলেন তার থেকে আরও খারাপ হয়েছে l এর ফল তাঁকে ভোগ করতে হবে।