৩৭০ ধারা গেছে, এবার কঠোরভাবে বাতিল হোক শরিয়তি আইন: তসলিমা নাসরিন
নয়াদিল্লি: তিন তালাক বাতিল হোক কিংবা ৩৭০ ধারা বাতিল সবেতেই তিনি নিজের মতামত ব্যক্ত করেছেন। বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন এবার বোমা ফাটালেন শরিয়তি আইনের বিরুদ্ধে।
টুইটারে লিখলেন, ‘৩৭০ ধারা গেল। শরিয়তি বা ইসলামিক আইনও এবার যাওয়া উচিত। ৩৭০ ধারা যেভাবে বাতিল করা হয়েছে। তার চেয়েও কঠোরভাবে নারী-বিরোধী শরিয়তি বাতিল করে শুধুমাত্র ভারতীয় দণ্ডবিধি বজায় থাকুক।’
Article 370 had to go. Sharia law or Islamic law should go too. The method that was used to abolish 370 is actually much more needed to abolish anti-women sharia law and to establish a Uniform Civil Code based on equality.
— taslima nasreen (@taslimanasreen) August 17, 2019
তসলিমার এই টুইটের পরই বিতর্ক শুরু হয়েছে নেটদুনিয়ায়। শুধু তাই নয়, এদিন কাশ্মীর ইস্যুতে চিনকেও প্রবলভাবে আক্রমণ করেছেন লেখিকা। টুইটারে তিনি লিখেছেন, ‘চিন ভারতের কাশ্মীরে গণতন্ত্র চায়। কিন্তু চিনে চায়না। এক হাজার মানুষের কাশ্মীরি মানুষের জন্য চিনের সহমর্মিতা আছে। কিন্তু হংকংয়ের এক লক্ষ মানুষের জন্যে সহমর্মিতা নেই।’
China wants democracy in Kashmir, but not in China. China sympathizes with 1 thousand pro-democracy protesters in Kashmir, but not with 1 million pro-democracy protesters in Hong Kong.
— taslima nasreen (@taslimanasreen) August 17, 2019
তবে এবারই প্রথম নয়, এর আগেও ‘ইসলাম বিরোধী’ মন্তব্যের জন্য মৌলবাদী সংগঠনগুলির হুমকির মুখে পড়েছেন তিনি বহুবার। তিন তালাক বাতিলের দাবিতেও অনেকবার সরব হয়েছিলেন তসলিমা।